সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

চিরনিদ্রায় অধ্যাপক ড. তোফায়েল আহমেদ 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪:১৬, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:৫৮, ৯ অক্টোবর ২০২৫

চিরনিদ্রায় অধ্যাপক ড. তোফায়েল আহমেদ 

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ও দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন রাজনৈতিক নেতা, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং অসংখ্য শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী।

এরপর ফতেহপুর মদনহাট এলাকার পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। সকাল ৮টার দিকে রাজধানী থেকে লাশবাহী গাড়ি ফতেহপুরে পৌঁছালে পুরো এলাকায় শোকের আবহ নেমে আসে।

স্বজনরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১ বছর বয়সী এই বিশিষ্ট স্থানীয় সরকার বিশেষজ্ঞ। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকেরা তার হার্টে রিং পরানোর প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগেই তিনি না ফেরার দেশে চলে যান।

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও নির্বাচনী সংস্কারের ওপর গবেষণা ও নীতিনির্ধারণে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং স্থানীয় সরকার বিষয়ক একাধিক বই ও গবেষণাপত্রের লেখক।

তিনি স্থানীয় সরকার কমিশনের প্রধান হিসেবে দেশের প্রশাসনিক সংস্কারে গঠনমূলক প্রস্তাবনা প্রদান করেন, যা পরবর্তী নীতিমালা প্রণয়নে দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হয়। তাঁর গবেষণা কাজ প্রশাসন ও নাগরিক অংশগ্রহণের ক্ষেত্রকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল।

ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, একাডেমিক মহল ও সুশীল সমাজের ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, `ড. তোফায়েল আহমেদ ছিলেন গণতান্ত্রিক স্থানীয় শাসনের এক অকৃত্রিম অনুরাগী। তার প্রজ্ঞা ও বিশ্লেষণ বাংলাদেশের স্থানীয় প্রশাসনিক কাঠামোকে যুগোপযোগী করতে অনুপ্রেরণা যুগিয়েছে।‘

তার মৃত্যুতে দেশের শিক্ষা ও নীতিনির্ধারণ অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেন সহকর্মীরা।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ