রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

প্রতিবন্ধীদের ঘরে বসে ভোটের প্রস্তাব ‘যুক্তিসংগত ও যুগান্তকারী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২১, ৭ অক্টোবর ২০২৫

প্রতিবন্ধীদের ঘরে বসে ভোটের প্রস্তাব ‘যুক্তিসংগত ও যুগান্তকারী’

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রতিবন্ধী ভোটারদের ঘরে বসে ভোট দেওয়ার প্রস্তাবটি যুগান্তকারী ও যুক্তিসংগত। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সমাজের বড় একটি অংশ সহজেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নারী প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানাউল্লাহ বলেন, “প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, গণতান্ত্রিক ব্যবস্থার অন্তর্ভুক্তিমূলকতার প্রতীকও বটে। ঘরে বসে ভোটের সুযোগ তাদের ভোটদানে অংশগ্রহণের পরিধি আরও প্রসারিত করবে।”

নারী প্রতিনিধিত্ব প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি ২০৩০ সালের পরও ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারে, তাহলে আর সময়সীমা বাড়ানো হবে না। তাঁর মতে, এ বিষয়ে কঠোর নীতি প্রয়োগ করলে রাজনৈতিক দলগুলো আরও সচেতন হবে।

তিনি প্রস্তাব করেন, “নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ দলগুলোর পুনঃনিবন্ধনের বিষয়টি নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হলে বাস্তব পরিবর্তন ঘটবে।”

প্রবাসী ভোট প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, যদিও প্রবাসী ভোটারের সংখ্যা বেশি নয়, তবে প্রক্রিয়াটি শুরু হওয়াটাই গুরুত্বপূর্ণ। এটি দেশের বাইরে থাকা নাগরিকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির প্রথম ধাপ।

পর্যবেক্ষক সংস্থার প্রসঙ্গে তিনি জানান, অনেক সংস্থা যোগ্য হলেও অতীতে তারা কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি। তাই এবারের নির্বাচনে তাদের অন্তর্ভুক্ত করা যায়নি। ইসির সীমাবদ্ধতাও আগের তিনটি নির্বাচন থেকেই প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গুজব, ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন মোকাবিলায় ইসি কীভাবে কাজ করবে—এ প্রশ্নে তিনি বলেন, “গুজবের অন্তত অর্ধেক সোর্স ট্রেস করা যায় না। অনেক সোর্স দেশের বাইরেও থাকে, যাদের আইনের আওতায় আনা সম্ভব নয়। তবে ইসি তথ্যপ্রবাহে লাগাম টানবে না। বরং সঠিক তথ্য দিয়ে অপতথ্য প্রতিহত করা হবে।”

তিনি উদাহরণ টেনে বলেন, “রোমানিয়ার মতো দেশও অপতথ্য ঠেকাতে পারেনি, যার প্রভাব তাদের পুরো নির্বাচনে পড়েছিল।” এআই-সম্পর্কিত চ্যালেঞ্জের বিষয়ে সানাউল্লাহ স্বীকার করেন, “বিশ্বের কোনো কমিশনই এখন পর্যন্ত এই প্রযুক্তিগত জটিলতার মোকাবিলায় ‘আপ টু দ্য মার্ক’ হতে পারেনি। ইসিকেও সীমাবদ্ধতা নিয়েই কাজ করতে হচ্ছে।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের
বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার
বিচারকদের নিরাপত্তা বাড়াতে হাইকোর্টে রিট