বিদেশে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৩, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:৫৪, ৫ অক্টোবর ২০২৫
বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশটি পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের বরাবর।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় যে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে।
এ পদক্ষেপে জাতীয়ভাবে উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন করা বাংলাদেশের দীর্ঘদিনের রাষ্ট্রীয় প্রোটোকল ও ঐতিহ্যের অংশ।
নোটিশে সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২) উদ্ধৃত করে বলা হয়েছে,“রাষ্ট্রপতি হইবেন রাষ্ট্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের সকল ব্যক্তির উপর অগ্রাধিকারপ্রাপ্ত হইবেন।” সুতরাং, রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ সংবিধানবিরোধী, রাষ্ট্রপ্রধানের পদমর্যাদার অবমাননাকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী বলে নোটিশে দাবি করা হয়েছে।
আইনি নোটিশে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির ছবির পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার (যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন) ছবিও প্রদর্শন করতে হবে।
এটি রাষ্ট্রীয় ভারসাম্য ও সাংবিধানিক প্রোটোকলের অংশ বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ১০ (দশ) দিনের মধ্যে নির্দেশনা কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।এই সময়ের মধ্যে রাষ্ট্রপতির ছবি বিদেশে অবস্থিত সকল মিশন, হাইকমিশন ও দূতাবাসে পুনঃস্থাপন না করলে,
