ঝটপট হাঁসের মাংস রেসিপি সহজ উপকরণেই অসাধারণ স্বাদ
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ১২:২৬, ৩ ডিসেম্বর ২০২৫
শীত নামলেই বাংলার রান্নাঘরে যে কয়েকটি ঘ্রাণ সবচেয়ে আগে মন টানে, তার মাঝে হাঁসের মাংস নিঃসন্দেহে সবার আগে। কুয়াশায় ঢাকা দুপুর, নতুন ধানের ভাত, আর পাশে গরম ধোঁয়া ওঠা হাঁসের মাংস—এ যেন শীতের এক অদম্য আনন্দ। অনেকেই মনে করেন হাঁস মানেই সময়সাপেক্ষ রান্না, কিন্তু একটু বুঝে-শুনে করলে কম সময়েই দারুণ স্বাদের ঝোল বা ভুনা বানানো যায়।
আজ তাই সমাজকাল পাঠকদের জন্য থাকছে—একদম সহজ, দ্রুত ও ঐতিহ্যবাহী স্বাদের হাঁসের মাংস রেসিপি, যা রান্না শেষ হওয়ার আগেই ঘর ভরে যাবে উষ্ণতায়।
উপকরণ (৪–৫ জনের জন্য)
হাঁসের মাংস – ১ কেজি
পেঁয়াজ কুঁচি – ২ কাপ
আদা বাটা – ২ টেবিল চামচ
রসুন বাটা – ২ টেবিল চামচ
টমেটো – ১টি
লাল মরিচ গুঁড়া – ২ চা চামচ
হলুদ গুঁড়া – ১ চা চামচ
ধনে গুঁড়া – ৩ চা চামচ
জিরা গুঁড়া – ২ চা চামচ
গরম মসলা – আধা চা চামচ
কাঁচা মরিচ – ৪–৫টি
লবণ – স্বাদমতো
সরিষার তেল – আধা কাপ
পানি – প্রয়োজনমতো
কিভাবে রান্না করবেন
১) মশলা মেখে রাখুন
হাঁসের মাংস ধুয়ে পানি ঝরিয়ে আদা, রসুন, লাল মরিচ, ধনে, জিরা, লবণ ও হলুদ মাখিয়ে ২০ মিনিট রেখে দিন। এতে মশলা ভেতর পর্যন্ত ঢুকে ভুনায় দারুণ স্বাদ আসবে।
২) পেঁয়াজ–টমেটোর বেস তৈরি
কড়াইয়ে সরিষার তেল ভালো করে গরম করে পেঁয়াজ দিন। হালকা বাদামি হলে টমেটো কুচি দিয়ে নরম করে নিন। এই বেস হাঁসের ঝোলে দেবে আলাদা ঘ্রাণ ও গভীরতা।
৩) মাংস ভুনা
এবার মেরিনেট করা হাঁসের মাংস ঢেলে মাঝারি আঁচে ধীরে ধীরে ভুনুন। মাংসের নিজস্ব পানি বের হবে এবং মসলার সাথে মিশে ঘন একটি ভুনা তৈরি হবে।
৪) ঝোল বা গ্রেভি তৈরি
মাংস লালচে হলে প্রয়োজন মতো গরম পানি ঢেলে ঢেকে ২৫–৩০ মিনিট রান্না করুন। হাঁস শক্ত হওয়ায় সময়টুকু জরুরি। শেষে কাঁচা মরিচ ও গরম মসলা যোগ করে ৫ মিনিট দম দিন।
৫) পরিবেশন
গরম ভাত, খিচুড়ি, পোলাও কিংবা চালের রুটির সাথে পরিবেশন করুন। শীতের রাতের খাবারে এক থালা হাঁসের মাংস যেন উৎসবের মতো অনুভূতি তৈরি করে।
