শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

 ব্যথা কমাতে বিশেষজ্ঞদের ৭ পরামর্শ

জীবনযাপন ডেস্ক 

প্রকাশ: ১৬:৪৫, ২৬ নভেম্বর ২০২৫

 ব্যথা কমাতে বিশেষজ্ঞদের ৭ পরামর্শ


শীত এসে পড়লেই অনেকের হাঁটু, গোড়ালি, কনুই কিংবা কব্জির পুরোনো ব্যথা চাগাড় দিয়ে ওঠে। সিঁড়ি দিয়ে উঠতে গেলে টনটন ব্যথা, হাঁটাচলায় অস্বস্তি—সব মিলিয়ে দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটে। চিকিৎসকদের মতে, তাপমাত্রা কমার সঙ্গে শরীরের অস্থিসন্ধিতে রক্তসঞ্চালন কিছুটা ধীর হয়, পেশি আড়ষ্ট হয় এবং স্নায়ু সংবেদনশীলতা বাড়ে। ফলে ব্যথা-বেদনা বেড়ে যেতে পারে। তবে বাড়তি একটু সচেতনতা আপনার হাঁটা-চলা ফিরিয়ে আনতে পারে আগের মতোই সাবলীল করে।

দিল্লি এমস-প্রশিক্ষিত রিউমাটোলজি বিশেষজ্ঞ ডা. বিষ্ণু কোনোুরু জানিয়েছেন, শীতকালে যাদের গাঁটের ব্যথার সমস্যা বাড়ে, তারা কিছু নিয়ম মেনে চললে ব্যথাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


১) পোশাকে গরম সুরক্ষা নিশ্চিত করুন

ঠান্ডায় হাত-পা আড়ষ্ট হয়ে গেলে ব্যথা বাড়ে। তাই গরম পোশাক, বিশেষত হাঁটু ও পায়ের অংশ ঢেকে রাখে এমন প্যান্ট বা মোজা পরা জরুরি। শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখাই প্রথম লক্ষ্য।

২) ঈষদুষ্ণ পানি দিয়ে গোসল করুন

বাত, আর্থ্রাইটিস বা গাঁটের ব্যথায় ভুগলে কখনও ঠান্ডা  পানি ব্যবহার না করাই ভালো। ঈষদুষ্ণ পানি পেশি শিথিল করে এবং অস্থিসন্ধির ব্যথা কমায়। স্নান থেকে হাত-মুখ ধোয়া—সব ক্ষেত্রেই গরম পানি ব্যবহার করুন।


৩) নিয়মিত হালকা ব্যায়াম করুন

শীতে সাধারণত শরীর অলস হয়ে পড়ে। এতে ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে। তাই প্রতিদিন সকালে কিছুক্ষণের জন্য হালকা শরীরচর্চা—হাঁটাহাঁটি, স্ট্রেচিং, যোগব্যায়াম বা সাইক্লিং করুন। সাঁতার জানা থাকলে গরম পানিতে সাঁতারও উপকারী হতে পারে। তবে ভারী ব্যায়াম এড়িয়ে চলুন।


৪) ওজন নিয়ন্ত্রণে রাখুন

অতিরিক্ত ওজনের চাপ সোজা গিয়ে পড়ে হাঁটু ও গোড়ালিতে। তাই ব্যথা কমাতে ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। অস্বাস্থ্যকর খাবার কমিয়ে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা অনুসরণ করলে উপকার পাওয়া যায়।

৫) পর্যাপ্ত পানি পান করুন

শীতে খাওয়ার কম খাওয়ার প্রবণতা থাকে, কিন্তু অস্থিসন্ধি সুস্থ রাখতে শরীরে পর্যাপ্ত পানি জরুরি। জল অস্থিসন্ধির পিচ্ছিলতা বজায় রাখতে সাহায্য করে, ঘর্ষণ কমায় এবং ব্যথা কমায়।

৬) সঠিক জুতো ব্যবহার করুন

যাদের পায়ের ব্যথা রয়েছে, তাদের হাঁটার সময় পায়ের পেশিকে যথাযথ সাপোর্ট দেয় এমন আরামদায়ক জুতো বেছে নিতে হবে। জুতোর মাপ ঠিক না হলে ব্যথা বাড়তে পারে।


৭) খাবারে প্রদাহনাশক উপাদান রাখুন

হলুদ, আদা, গোলমরিচযুক্ত দুধ প্রদাহ কমাতে সাহায্য করে। পাশাপাশি ভিটামিন ডি, ক্যালশিয়াম ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়া উচিত। প্রক্রিয়াজাত খাবার এবং ইউরিক অ্যাসিড বাড়ায় এমন খাবার থেকে দূরে থাকা দরকার।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার অবস্থা বিদেশ নেওয়ার মতো স্থিতিশীল নয় : ফখরুল
তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান