মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

যত্ন নিন বেনারসি শাড়ির...

জীবনযাপন প্রতিবেদক

প্রকাশ: ১৪:১৬, ৪ নভেম্বর ২০২৫

যত্ন নিন বেনারসি শাড়ির...

বেনারসি শাড়ি / ছবি: ইন্টারনেট

কদিন বাদেই আসছে বিয়ের মৌসুম। আর বিয়ে মানেই বেনারসি শাড়ি। বিয়ের পর সেই শাড়ি অধিকাংশ সময় তোলাই থাকবে আলমারি বা ওয়‍্যারড্রবে। সব সময়ে তো আর এই শাড়ি পরা যায় না। তাই দরকার এই শাড়ি যত্ন করে তুলে রাখার। অন্য শাড়ির মতো এই শাড়ি রাখলেই হয় না, প্রয়োজন বিশেষ যত্নের। এতো সুন্দর,কাজ করা শাড়ি যত্ন করে তুলে রাখার বিশেষ পদ্ধতি আছে!

বেনারসি শাড়ি / ছবি: ইন্টারনেট

১. ধোয়ার পদ্ধতি 

এই শাড়ি পরিষ্কার করার বা ধোয়ার প্রসঙ্গ আসলে অবশ্যই মনে রাখতে হবে যে পানি দিয়ে এই শাড়ি ধোয়া মানেই বেনারসি শাড়ি শেষ হয়ে যাওয়া। এক্ষেত্রে ড্রাই ওয়াশ করাই সবচেয়ে ভাল। লন্ড্রিতে দিয়ে পরিষ্কার করাই নিরাপদ। পানিতে ধুলেই শাড়ির কাজ, সুতো সব একে অন্যের সঙ্গে জড়িয়ে নষ্ট হয়ে যাবে। তাছাড়া পনিতে যে ডিটারজেন্ট দিচ্ছেন সেটাও এই শাড়ির জন্য খুব একটা ভাল নয়। তাই বেনারসির সুরক্ষায় ড্রাই ওয়াশ করাই উত্তম।

২. দাগ তোলার ক্ষেত্রে সাবধানতা

বেনারসি শাড়িতে যেকোন সময় দাগ লেগে যেতেই পারে। আর সঙ্গে সঙ্গে ওই জায়গায় পানি দিয়ে ভাল করে ঘষে নিলেন। এতে দাগ বা তেল তো উঠবেই না, উলটে শাড়ি নষ্ট হয়ে যাবে। তাহলে কী করবেন! প্রথমে ওই জায়গায় অল্প পেট্রোলিয়াম জেলি দিতে পারেন। চাইলে নেলপালিশ রিমুভার ব্যবহার করতে পারেন। যে কোনও একটা জিনিস ওই জায়গায় দিয়ে অল্প সময় অপেক্ষা করুন। তারপর একটা টিস্যু পেপার দিয়ে জায়গাটা মুছে নিন। এছাড়া আপনি চাইলে বেকিং সোডা আগে ওই দাগের জায়গায় দিয়ে ব্রাশের মাধ্যমে অল্প করে ঘষে তারপর ওই জায়গায় অল্প পানি দিতে পারেন। খেয়াল রাখবেন কখনই পুরো শাড়িতে পানি দেবেন না। গরম পানিতো নয়ই।

৩. শুকিয়ে নেওয়ার নিয়ম

আপনি অল্প পানি দিয়ে দাগ তুলে অবশ্যই চাইবেন রোদে শাড়িটি শুকিয়ে নিতে। আর এই কাজ করলেই আপনার বেনারসি গেল। এই শাড়ির সব উজ্জ্বলতা হারিয়ে ম্যাড়ম্যাড় করবে। তাই সরাসরি রোদে এই শাড়ি একদম দেবেন না। রোদে জড়ির বা সুতার কাজ কুঁচকে যায়। প্রচন্ড কড়া রোদ এই শাড়ির পক্ষে ভালো না। তাই ঘরে ফ‍্যানের হাওয়ায় শুকিয়ে নিন।

৪. আয়রন করতে গেলে

মাঝে মাঝে শাড়ির আয়রন করাও দরকার। আর সবসময় লন্ড্রিতে দেওয়ার ইচ্ছেও হয় না। নিজে আয়রন করুন, কিন্তু সাবধানে। আগেই বলেছি, এই শাড়ি বা এর কাজ অতিরিক্ত তাপ নিতে পারে না। তাই আগে দেখুন হিট কম আছে তো! আর আয়রন করার সময় অবশ্যই শাড়ির ওপরে একটা অন্য কাপড় দিয়ে নেবেন। তার ওপর দিয়ে আয়রন মেশিন চালাবেন। সরাসরি তাপ প্রয়োগ এই শাড়ির জন্য ভাল হবে না।

বেনারসি শাড়ি / ছবি: ইন্টারনেট

৫. আলমারিতে রাখবেন যেভাবে 

আলমারিতে রাখার সময় কিছু নিয়ম মানতেই হবে। সবার আগে তো খবরের কাগজ হোক, পাতলা কাপড় হোক, সুতির কাপড় হোক, কিছু না কিছুর মধ্যে ঢুকিয়ে রাখতে হবে এই শাড়ি। এক্ষেত্রে সুতির কাপড় হলে সবচেয়ে ভাল। আর এই শাড়ি কোনও মতেই সুতি ছাড়া অন্য শাড়ির সঙ্গে রাখা যাবে না। অন্য শাড়ির সঙ্গে রাখলে ঘষা লেগে সুতো উঠে আসতে পারে। হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না এই শাড়ি। কারণ হ্যাঙ্গার শাড়ির যে অংশে থাকছে, সেই অংশে একটা দাগ ফেলে দিচ্ছে। যেহেতু বেনারসি ভারি কাপড়ের শাড়ি, তাই একটু কুঁচকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আলমারিতে তাকে একটু ফাঁকা ফাঁকা করে রাখুন।

এই পাঁচটি নিয়ম মেনে চললে আপনার বেনারসি শাড়ি খুব ভাল থাকবে অনেক দিন। অবশ্যই ন্যাপথলিন দিয়ে রাখবেন পোকার হাত থেকে বাঁচানোর জন্য। তাহলে রঙ আর জেল্লা দুইই থাকবে উজ্জ্বল।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার