সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন বহাল রাখল আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫৩, ১০ নভেম্বর ২০২৫
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। সোমবার (১০ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর মাধ্যমে শুনানি মুলতবির আগের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে একই মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিনও বহাল রাখে আপিল বিভাগ। তবে রাষ্ট্রপক্ষ পান্নার জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিল, যা আজ খারিজ হয়ে যায়।
সকালে আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, আর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার পক্ষে ছিলেন সারা হোসেন, রমজান আলী শিকদার এবং প্রিয়া আহসান চৌধুরী।
আদালত জানায়, হাইকোর্টের জামিনের লিখিত আদেশ প্রকাশ না হওয়ায় রাষ্ট্রপক্ষের স্থগিত চাওয়ার আবেদন আইনগতভাবে টেকসই নয়। জবাবে রাষ্ট্রপক্ষ যুক্তি দেয়, হাইকোর্টে জামিন পেলে অনেকেই সঙ্গে সঙ্গে কারামুক্ত হন, তাই রাষ্ট্রপক্ষ তাৎক্ষণিকভাবে স্থগিতের আবেদন করে।
তবে আপিল বিভাগ লতিফ সিদ্দিকীর জামিন স্থগিতের আবেদন প্রত্যাহারের পর পান্নার ক্ষেত্রেও শুনানি মুলতবি না রেখে জামিন বহাল রাখে।
গত ৬ নভেম্বর, হাইকোর্ট সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায়।
মামলাটি করা হয় গত ২৯ আগস্ট, শাহবাগ থানায়। অভিযোগে বলা হয়, ওইদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে এক গোলটেবিল বৈঠকে লতিফ সিদ্দিকী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং উপস্থিত অন্যদের প্ররোচিত করেন। বৈঠকে উপস্থিত ৭০-৮০ জনের মধ্যে ১৬ জনকে পুলিশ আটক করে।
মামলার ১৬ আসামির মধ্যে রয়েছেন—
লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান কার্জন, আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম পান্না, কাজী এ.টি.এম. আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম বাবু, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহীল কাইয়ুম।
রায়ের পর কাদের সিদ্দিকী বলেন, “আমরা সবসময় বিচার বিভাগের উপর আস্থা রেখেছি, আজকের রায়ে সেই আস্থাই প্রতিফলিত হয়েছে।”
