শেখ হাসিনার মামলার রায় ঘিরে অনিরাপদ নয় প্রসিকিউশন: গাজী এ. তামিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১৬, ৯ নভেম্বর ২০২৫
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে ঘিরে প্রসিকিউশন কোনো ধরনের অনিরাপত্তা বোধ করছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ হবে আগামী ১৩ নভেম্বর। এটি নিয়ে প্রসিকিউশনের কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন নেই এবং আমরা কোনোভাবেই অনিরাপদও নই।’
তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্ব হলো ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থার আনীত অভিযোগগুলো প্রমাণ করা, সাক্ষ্য উপস্থাপন করা এবং যুক্তিতর্ক তুলে ধরা। রায় ঘোষণা করা ট্রাইব্যুনালের এখতিয়ার। এর বাইরে প্রসিকিউশনের কোনো ভূমিকা নেই।’
১৩ নভেম্বর রায়ের দিন নির্ধারণ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, ‘এই দিন রায় ঘোষণা নয়, বরং রায় ঘোষণার তারিখ নির্ধারণের দিন। যারা নিয়মিত ট্রাইব্যুনালে প্র্যাকটিস করেন না, তারা হয়তো ভুল বুঝেছেন। রায়ের দিনটি আমরা সেদিনই জানতে পারব।’
রাজনৈতিক উত্তাপ বা বিভিন্ন দলের কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘রাজনৈতিক দলগুলো কর্মসূচি ঘোষণা করতে পারে, তবে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বাহিনীই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রসিকিউশনের সঙ্গে এই বিষয়ে কোনো সম্পর্ক নেই, আমরা কোনো বাড়তি চাপও অনুভব করছি না।’
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ রায় ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেন।
