পাঁচ মামলায় সাবেক মেয়র আইভীর হাইকোর্টে জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৭, ৯ নভেম্বর ২০২৫
সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি ‘চুনকাকুটির’ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইভীকে গ্রেপ্তার করে। ওই সময় তাকে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে তাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত সংঘর্ষে পোশাক শ্রমিক মিনারুলের মৃত্যু ঘটে। এ ঘটনায় আইভীসহ একাধিক রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়।
হাইকোর্টের এই জামিন আদেশের ফলে সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে চলমান পাঁচটি মামলায় আপাতত আইনি স্বস্তি মিলেছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
