বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচার
সালমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৭ মামলার চার্জশিট প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৬, ৯ নভেম্বর ২০২৫
সালমান এফ রহমান
বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য সালমান এফ রহমানসহ তাঁর স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলার চার্জশিট দিচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির মিডিয়া শাখা এক বার্তায় জানিয়েছে, এ মামলাগুলোর তদন্ত শেষ হয়েছে এবং অভিযোগপত্র প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। সিআইডির দাবি, তদন্তে মানিলন্ডারিংয়ের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, যা দেশের অর্থনৈতিক আইন অনুযায়ী গুরুতর অপরাধের শামিল।
রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় মালিবাগস্থ সিআইডি মিডিয়া সেন্টারে এই বিষয়ে বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানিয়েছেন, সেখানে তদন্তের অগ্রগতি, অভিযোগের ধরন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও তাঁর ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছিল বিদেশি বাণিজ্য ঘিরে অবৈধ অর্থ স্থানান্তরের অভিযোগে। অভিযোগ অনুযায়ী, কাগজে কলমে আমদানি-রপ্তানির লেনদেন দেখিয়ে বিদেশে অর্থ পাচার করা হয়েছিল।
এ ধরনের মামলাগুলো বাংলাদেশের আর্থিক খাতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন বাস্তবায়নের গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থপাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যে এটি সবচেয়ে আলোচিত একটি মামলা হতে পারে।
এদিকে, সালমান এফ রহমান ও বেক্সিমকো গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আগের অভিযোগের সময় প্রতিষ্ঠানটি বারবার বলেছিল, তাদের সব লেনদেন আইনসম্মত এবং বৈদেশিক বাণিজ্য নীতিমালার মধ্যে ছিল।
