রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলো ১২ দফতরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৩, ৯ অক্টোবর ২০২৫

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলো ১২ দফতরে

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও সংশ্লিষ্ট ১২টি দফতরে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দফতর এই তথ্য নিশ্চিত করেছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, বুধবারই পরোয়ানাগুলো পাঠানো হয় সংশ্লিষ্ট দফতরে।

এর আগে বুধবার, ট্রাইব্যুনাল-১ টিএফআই সেল ও জেআইসি সেলের দুই গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা, কামালসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এই দুই মামলায় মোট ১০টি অভিযোগ গঠন করা হয়েছে—প্রতিটি মামলায় পাঁচটি করে। টিএফআই সেলের মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনাসহ ১৭ জনকে, আর জেআইসি সেলের মামলায় আসামি ১৩ জন।

অভিযুক্তদের মধ্যে অনেকে এখনো বিভিন্ন বাহিনীতে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। তবে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, অভিযোগ দাখিলের পর আইন অনুযায়ী তারা আর সক্রিয় কর্মরত হিসেবে বিবেচিত হবেন না।

এদিকে, মামলাগুলোর পরবর্তী ধাপে আসামিদের হাজির করার নির্দেশনা অনুযায়ী পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে পরোয়ানাগুলো পৌঁছে গেছে। সূত্র বলছে, এর মধ্যে রয়েছে পুলিশ সদর দপ্তর, র‍্যাব, ডিজিএফআই, এনএসআই, সেনা সদর দপ্তরসহ মোট ১২টি সংস্থা।

এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আসছে রোববার এই মামলাগুলোর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা