রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:০৩, ৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৫১, ৮ অক্টোবর ২০২৫

নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে নতুন এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই মামলায় তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে আদালত নাসির উদ্দিন সাথীকে মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জানুয়ারি নাসির উদ্দিন সাথী তার অফিসের এক নারী কর্মী তূর্য্য রেজাউল কথাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে পাঠান। ভ্রমণ শেষে দেশে ফেরার পর সাথী তাকে অফিসে ডেকে কুপ্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় তিনি ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ওই নারী পালানোর চেষ্টা করলে অন্যান্য আসামিরা তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং মৃত্যুর ভয় দেখিয়ে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি একশ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক সই নেয়।

ভুক্তভোগী নারী ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাসির উদ্দিন সাথীসহ সাতজনকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেন।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

মাইটিভির চেয়ারম্যান হিসেবে নাসির উদ্দিন সাথী দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন নানা অভিযোগ ও বিতর্কের কারণে। সাম্প্রতিক এই মামলা তার বিরুদ্ধে নতুন করে আইনি চাপ ও জনসমালোচনার জন্ম দিয়েছে। আদালতের নির্দেশে এখন তার বিরুদ্ধে দুটি মামলা চলমান, এবং উভয় মামলাতেই তিনি কারাবন্দি অবস্থায় আছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা