রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:০৩, ৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৫১, ৮ অক্টোবর ২০২৫

নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে নতুন এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই মামলায় তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে আদালত নাসির উদ্দিন সাথীকে মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জানুয়ারি নাসির উদ্দিন সাথী তার অফিসের এক নারী কর্মী তূর্য্য রেজাউল কথাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে পাঠান। ভ্রমণ শেষে দেশে ফেরার পর সাথী তাকে অফিসে ডেকে কুপ্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় তিনি ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ওই নারী পালানোর চেষ্টা করলে অন্যান্য আসামিরা তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং মৃত্যুর ভয় দেখিয়ে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি একশ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক সই নেয়।

ভুক্তভোগী নারী ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাসির উদ্দিন সাথীসহ সাতজনকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেন।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

মাইটিভির চেয়ারম্যান হিসেবে নাসির উদ্দিন সাথী দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন নানা অভিযোগ ও বিতর্কের কারণে। সাম্প্রতিক এই মামলা তার বিরুদ্ধে নতুন করে আইনি চাপ ও জনসমালোচনার জন্ম দিয়েছে। আদালতের নির্দেশে এখন তার বিরুদ্ধে দুটি মামলা চলমান, এবং উভয় মামলাতেই তিনি কারাবন্দি অবস্থায় আছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যশোরের সাবেক এসপি প্রলয় কুমারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দেখে নিন ২০২৬ সালে ব্যাংকে ছুটির তালিকা
আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন: কাদের সিদ্দিকী
ইসির সংলাপের তালিকায় পরিবর্তন
রাজনীতি থেকে অবসরের ঘোষণা শমসের মবিন চৌধুরীর
জর্জিয়াকে বড় ব্যবধানে বিধ্বস্ত করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড