সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ৫৬ ব্যাংক হিসাব জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫১, ৮ অক্টোবর ২০২৫
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য আ. ফ. ম. রুহুল হক এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা মোট ৫৬টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ অক্টোবর) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফায়েজ এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আবেদন করেন সহকারী পরিচালক এস. এম. রশেদুল হাসান।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, জব্দ হওয়া ৫৬টি হিসাবের মধ্যে রুহুল হকের নামে রয়েছে ৩৯টি, তার আত্মীয় ইলা হকের নামে ২টি, এবং অপর আত্মীয় জিয়াউল হকের নামে ১৫টি হিসাব। এসব হিসাবে মোট ১৫ কোটি ৪০ লাখ টাকার লেনদেন শনাক্ত করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে জানা যায়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও তার আত্মীয়রা এই হিসাবগুলোর মাধ্যমে বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেন করেছেন। এমনকি তারা এসব হিসাব হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলেও কমিশন জানিয়েছে।
দুদক আদালতে জানিয়েছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন, যাতে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়।
আদালতের আদেশে এখন সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে হিসাব ফ্রিজ করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না দুর্নীতি দমন কমিশনের তদন্ত সম্পন্ন হয়।
