রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার মেনন, আতিক ও পলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৫৭, ৮ অক্টোবর ২০২৫

হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার মেনন, আতিক ও পলক

রাজধানীর বনানী থানায় দায়ের করা কারখানার কর্মী মো. শাহজাহান হত্যা মামলায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের তিন প্রভাবশালী ব্যক্তি—ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকেও গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকালে কারাগার থেকে চারজন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন।

আদালতে হাজির করার সময় আসামিদের মাথায় হেলমেট ও দেহে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল বলে জানা গেছে। তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াছির আরাফাত আদালতে তাদের বিরুদ্ধে আবেদন দাখিল করেন।

মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই ঢাকার মহাখালী ফ্লাইওভারের নিচে এক শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছিলেন কারখানার কর্মী মো. শাহজাহান। অভিযোগ রয়েছে, ওই সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শাহজাহান বুকে ও পেটে গুলিবিদ্ধ হন এবং চার দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ঘটনার পাঁচ মাস পর, গত ১৮ ডিসেম্বর নিহতের মা সাজেদা বেগম বনানী থানায় ৯৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিভিন্ন সরকারি দলের নেতা, প্রভাবশালী ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

পুলিশ জানায়, মামলার তদন্তে নতুন তথ্য উদঘাটনের ভিত্তিতে মেনন, আতিক, দস্তগীর ও পলকের সম্পৃক্ততা পাওয়া যায়। সেই সূত্রে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন আদালতে দাখিল করা হয়।

বিচার পর্যবেক্ষকরা বলছেন, এই মামলা জুলাই আন্দোলনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে মামলাটি দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে বলে ধারণা করা হচ্ছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের
বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার
বিচারকদের নিরাপত্তা বাড়াতে হাইকোর্টে রিট