হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার মেনন, আতিক ও পলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৫৭, ৮ অক্টোবর ২০২৫
রাজধানীর বনানী থানায় দায়ের করা কারখানার কর্মী মো. শাহজাহান হত্যা মামলায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের তিন প্রভাবশালী ব্যক্তি—ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকেও গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকালে কারাগার থেকে চারজন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন।
আদালতে হাজির করার সময় আসামিদের মাথায় হেলমেট ও দেহে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল বলে জানা গেছে। তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াছির আরাফাত আদালতে তাদের বিরুদ্ধে আবেদন দাখিল করেন।
মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই ঢাকার মহাখালী ফ্লাইওভারের নিচে এক শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছিলেন কারখানার কর্মী মো. শাহজাহান। অভিযোগ রয়েছে, ওই সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শাহজাহান বুকে ও পেটে গুলিবিদ্ধ হন এবং চার দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ঘটনার পাঁচ মাস পর, গত ১৮ ডিসেম্বর নিহতের মা সাজেদা বেগম বনানী থানায় ৯৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিভিন্ন সরকারি দলের নেতা, প্রভাবশালী ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্তে নতুন তথ্য উদঘাটনের ভিত্তিতে মেনন, আতিক, দস্তগীর ও পলকের সম্পৃক্ততা পাওয়া যায়। সেই সূত্রে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন আদালতে দাখিল করা হয়।
বিচার পর্যবেক্ষকরা বলছেন, এই মামলা জুলাই আন্দোলনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে মামলাটি দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে বলে ধারণা করা হচ্ছে।
