ডিবির অভিযান
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মীসহ গ্রেফতার ১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৩৩, ৮ অক্টোবর ২০২৫
রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জের কোটালীপাড়া শাখার সাতজন নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি এ তথ্য জানিয়েছে।
ডিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে গ্রেফতার ব্যক্তিরা রাজধানীতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অন্যদিকে, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
থানা জানায়, সোমবার (৬ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে এই এলাকার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়।
