প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মচারী ইমরান প্রতারণা মামলায় কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০৫, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:০৫, ৭ অক্টোবর ২০২৫
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে প্রধান উপদেষ্টার দপ্তরের এক কর্মচারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মঙ্গলবার (৭ অক্টোবর) এ আদেশ দেন। অভিযুক্ত মো. ইমরান (৩০) বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তরের বিশেষ নিরাপত্তা বাহিনীতে (এসএসএফ) চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত আছেন।
বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র জানান, পাঁচ বছর আগে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বাদীর সঙ্গে আপস না হওয়ায় আদালত ইমরানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি আসামি ইমরান সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরে ‘অফিস সহায়ক’ পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এ সময় সুবাস মালো (৩০) নামে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নেন তিনি। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুত চাকরি না দিয়ে বিভিন্নভাবে এড়িয়ে যান এবং টাকার দাবি জানালে প্রাণনাশের হুমকি দেন।
২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর সুবাস মালো পাওনা টাকা ফেরতের দাবিতে ইমরানকে লিগ্যাল নোটিশ পাঠান। তবুও টাকা ফেরত না দেওয়ায় আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়।
তেজগাঁও থানার তদন্ত প্রতিবেদনে ইমরানের অপরাধের প্রমাণ পাওয়া গেলে আদালত তাকে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু হাজির না হওয়ায় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গত আগস্টে গ্রেপ্তার হওয়ার পর আদালত আপসের শর্তে জামিন দেন। তবে কোনো আপস না হওয়ায় মঙ্গলবার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
