দিল্লিতে বিষাক্ত বায়ুতে ২ বছরে তীব্র শ্বাসকষ্টে ২ লাখ রোগী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:০৩, ৩ ডিসেম্বর ২০২৫
ভারতের রাজধানী দিল্লিতে দীর্ঘদিন ধরে চলা বায়ুদূষণ এবার ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। ২০২২ থেকে ২০২৪—এই দুই বছরে দিল্লির ছয়টি সরকারি হাসপাতালে তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ, যার মধ্যে ৩০ হাজারের বেশি রোগীকে হাসপাতালে রাখতে হয়েছে—এমন তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি, যা ভারতের পার্লামেন্টে উপস্থাপিত সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি।
বায়ুদূষণের ‘মৃত্যুফাঁদে’ দিল্লি: কেন বাড়ছে রোগীর সংখ্যা?
শীত এলেই দিল্লির বায়ুগুণমান বিপজ্জনক পর্যায়ে নেমে যায়। PM2.5 সহ বিভিন্ন বিষাক্ত কণায় ভরপুর এই বাতাস ফুসফুসে জমতে জমতে শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিসসহ নানা রোগ বাড়িয়ে তোলে।
বিশেষজ্ঞদের মতে—শিল্পকারখানার ধোঁয়া, গাড়ির নির্গমন, তাপমাত্রা কমা, বাতাসের গতি কমে যাওয়া ও পার্শ্ববর্তী রাজ্যে ফসলের খড় পোড়ানো।
—এসব কারণ মিলেই দিল্লির বাতাসকে প্রতি শীতে ‘গ্যাস চেম্বারে’ পরিণত করে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ডব্লিউ এইচওর-র গ্রহণযোগ্য সীমার ২০ গুণ পর্যন্ত পৌঁছেছে।
বুধবার সকালেও শহরের গড় একিআই ছিল ৩৮০, যা ‘গুরুতর’ (সিভিয়ার) পর্যায় থেকে সামান্যই নিচে।
গত এক দশকে বহু শীতেই শহরের একিউআই ৪০০–এর ওপরে উঠে গেছে—যা সুস্থ মানুষের জন্যও ঝুঁকিপূর্ণ, আর যাদের পূর্বতন শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তাদের জন্য মারাত্মক।
হাসপাতালে শিশু রোগীর ঢল
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ও আশপাশের হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। জরুরি বিভাগে একের পর এক শিশু ভর্তি হচ্ছে শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও বুকে ব্যথা নিয়ে।
দিল্লির ছয় প্রধান হাসপাতালের রেকর্ড অনুযায়ী-বছর তীব্র শ্বাসকষ্টের রোগী সংখ্যা
২০২২ ৬৭,০৫৪
২০২৩ ৬৯,২৯৩
২০২৪ ৬৮,৪১১
সরকারি পর্যবেক্ষণে বলা হয়েছে—দূষণ বাড়লে জরুরি বিভাগে রোগীর সংখ্যা বাড়তেও দেখা গেছে, তবে গবেষণার পদ্ধতিগত সীমাবদ্ধতার কারণে এটিকে সম্পূর্ণ ‘কারণগত সম্পর্ক’ বলা যাচ্ছে না।
দিল্লি হাইকোর্টের সুপ্রিম অ্যালার্ম: প্রয়োজন জরুরি ব্যবস্থা
বুধবার এ নিয়ে দিল্লি হাইকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। আদালত ইতোমধ্যে সরকারকে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে।
এ ছাড়া ভারতের সুপ্রিম কোর্টও কয়েক বছর ধরে দিল্লির বায়ুদূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে।
