এবছর বেশি রোগী বরিশালে, মৃত্যু ঢাকা দক্ষিণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২৩, ২ ডিসেম্বর ২০২৫
এবছর বেশি রোগী বরিশালে, মৃত্যু ঢাকার দক্ষিণে। ছবি: সংগৃহীত
এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে, ২০ হাজার ৭৫৯ জন ও সবচেয়ে বেশি মারা গেছে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি রোগী, ১৭৭ জন।
এরপর ঢাকা বিভাগে ১৬ হাজার ৩৬১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ হাজার ৩৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ হাজার ৬৮৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩ হাজার ৫৮৮ জন, রাজশাহী বিভাগে ৫ হাজার ৫০৬ জন, খুলনা বিভাগে ৫ হাজার ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৮৬০ জন, রংপুর বিভাগে ১ হাজার ২১ জন ও সিলেট বিভাগে ৩৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটির পর দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু রোগী মারা গেছে ঢাকা উত্তর সিটিতে ৬৫ জন। এরপর বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ১৩ জন ও ঢাকা বিভাগে ৯জন মারা গেছে। এসব রোগী স্থানীয় বাসিন্দারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের (২ ডিসেম্বর) পাঠানো ডেঙ্গু বুলেটিনের তথ্য বিশ্লেষন করে এই চিত্র পাওয়া গেছে।
অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আরও দুইজন মারা গেছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৫ জন ডেঙ্গুরোগী।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৬ জন এবং শনাক্ত রোগী বেড়ে ৯৫ হাজার ৫৭৭ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৭৮ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেল ৯৩ হাজার ১৯৬ জন।
দেশে ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
