সরকারি মেডিকেল কলেজ শিক্ষকদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০৫, ৬ নভেম্বর ২০২৫
সরকারি মেডিকেল কলেজ শিক্ষকদের জন্য সুখবর। ছবি: সংগৃহীত
দেশের সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠানের বেসিক সাবজেক্টের শিক্ষকরা মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা পাবেন। এ জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত মঙ্গলবার (৪ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত প্রতিষ্ঠানের বেসিক সাবজেক্টের শিক্ষকদের জন্য মূল বেতনের ৭০ শতাংশ নন-প্র্যাকটিসিং প্রণোদনা ভাতা প্রদানের এই প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই) এবং ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠদানরত বেসিক সাবজেক্টের শিক্ষকরা এই আর্থিক সুবিধা পাবেন।
প্রণোদনা ভাতা প্রদানের আওতায় থাকা ১০টি সাবজেক্ট হলো- অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও অ্যানেস্থেসিওলজি।
অবশ্য এর জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্তগুলো হলো-
শিক্ষকদের নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন দাপ্তরিকভাবে জমা দিতে হবে।
কোনো শিক্ষক যদি প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থাকেন বা নন-প্র্যাকটিসিং ঘোষণা দিতে ব্যর্থ হন, তিনি এ ভাতা পাবেন না।
২০১৫-২০১৬ অর্থবছর থেকে এই আর্থিক সুবিধা কার্যকর হবে।
সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
৯ম জাতীয় বেতন স্কেলে এই ভাতার হার অপরিবর্তনীয় থাকবে।
ভবিষ্যতে এ সংক্রান্ত ব্যয়ে কোনো অনিয়ম ধরা পড়লে দায়ভার বিল পরিশোধকারী কর্তৃপক্ষের ওপর বর্তাবে।
