রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

৬ দিনে ৬ হাজারের বেশি ডেঙ্গু রোগী ও মৃত্যু ২৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১৭, ৬ নভেম্বর ২০২৫

৬ দিনে ৬ হাজারের বেশি ডেঙ্গু রোগী ও মৃত্যু ২৯

ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ছবি: সংগৃহীত

চলতি নভেম্বরের প্রথম ছয় দিনে ৬ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এসময় মারা গেছে ২৯ জন। এ সংখ্যা অক্টোবরের প্রথম ছয়দিনে ভর্তি রোগী ও মৃত্যুর দ্বিগুন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ি, গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এ মাসের ছয় দিনে ভর্তি ৬ হাজার ১৬৪ জনে। 

এর আগে অক্টোবরের প্রথম ছয়দিনে ভর্তি রোগী ছিল ৩ হাজার ৩৪৭ জন। অর্থাৎ এ মাসে দৈনিক গড় রোগী দাঁড়িয়েছে ১ হাজার ২৭ জন। অক্টোবরের প্রথম ছয়দিনে দৈনিক গড় রোগী ছিল ৭২৬ জন। 

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও পাঁচজন মারা গেছে। এ নিয়ে এ মাসের ছয়দিনে মোট ২৯ জন মারা গেল। অক্টোবরের প্রথম ছয়দিনে মৃত্যু ছিল ১৭ জন।  

নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২০০ জন, ঢাকা বিভাগে ১৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭১ জন, বরিশাল বিভাগে ১২৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ৫৫ জন, রংপুর বিভাগে ৩৩ জন, সিলেট বিভাগে পাঁচজন ভর্তি হয়েছে। 

নতুন যে পাঁচজন ডেঙ্গুতে মারা গেছে, তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটিতে এবং একজন করে ময়মনসিংহ বিভাগ ও ঢাকা উত্তর সিটিতে চিকিৎসা নিচ্ছিল।

মৃতদের মধ্যে ছয় বয়সী এক ছেলে শিশু ছিল। মৃতদের মধ্যে চারজন নারী এবং তাদের বয়স যথাক্রমে ৫০ বছর, ৪৫ বছর, ৩৮ বছর ও ৩০ বছর। মৃতদের মধ্যে একজন পুরুষ ও তার বয়স ছিল ।

এ নিয়ে এবছর মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৬ জন ও মোট মৃত্যু ৩০৭ জনের। 

এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয় অক্টোবরে, ৮০ জনের। এর আগে ৭৬ জনের মৃত্যু হয় সেপ্টেম্বর মাসে। এছাড়া জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, এপ্রিলে সাত জন, মে ও ফেব্রুয়ারিতে নিচন করে মারা যায়। মার্চ মাসে কেউ মারা যায়নি। চলতি নভেম্বরে গত ছয়দিনে ২৯ জন মারা গেছে। 

এবছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে অক্টোরে ২২ হাজার ৫০ জন ও এরপর সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন। চলতি নভেম্বরে গত ছয়দিনে ভর্তি হয়েছে ৬ হাজার ১৬৪ জন। 
 
এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু