৬ দিনে ৬ হাজারের বেশি ডেঙ্গু রোগী ও মৃত্যু ২৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৭, ৬ নভেম্বর ২০২৫
ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ছবি: সংগৃহীত
চলতি নভেম্বরের প্রথম ছয় দিনে ৬ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এসময় মারা গেছে ২৯ জন। এ সংখ্যা অক্টোবরের প্রথম ছয়দিনে ভর্তি রোগী ও মৃত্যুর দ্বিগুন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ি, গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এ মাসের ছয় দিনে ভর্তি ৬ হাজার ১৬৪ জনে।
এর আগে অক্টোবরের প্রথম ছয়দিনে ভর্তি রোগী ছিল ৩ হাজার ৩৪৭ জন। অর্থাৎ এ মাসে দৈনিক গড় রোগী দাঁড়িয়েছে ১ হাজার ২৭ জন। অক্টোবরের প্রথম ছয়দিনে দৈনিক গড় রোগী ছিল ৭২৬ জন।
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও পাঁচজন মারা গেছে। এ নিয়ে এ মাসের ছয়দিনে মোট ২৯ জন মারা গেল। অক্টোবরের প্রথম ছয়দিনে মৃত্যু ছিল ১৭ জন।
নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২০০ জন, ঢাকা বিভাগে ১৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭১ জন, বরিশাল বিভাগে ১২৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ৫৫ জন, রংপুর বিভাগে ৩৩ জন, সিলেট বিভাগে পাঁচজন ভর্তি হয়েছে।
নতুন যে পাঁচজন ডেঙ্গুতে মারা গেছে, তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটিতে এবং একজন করে ময়মনসিংহ বিভাগ ও ঢাকা উত্তর সিটিতে চিকিৎসা নিচ্ছিল।
মৃতদের মধ্যে ছয় বয়সী এক ছেলে শিশু ছিল। মৃতদের মধ্যে চারজন নারী এবং তাদের বয়স যথাক্রমে ৫০ বছর, ৪৫ বছর, ৩৮ বছর ও ৩০ বছর। মৃতদের মধ্যে একজন পুরুষ ও তার বয়স ছিল ।
এ নিয়ে এবছর মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৬ জন ও মোট মৃত্যু ৩০৭ জনের।
এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয় অক্টোবরে, ৮০ জনের। এর আগে ৭৬ জনের মৃত্যু হয় সেপ্টেম্বর মাসে। এছাড়া জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, এপ্রিলে সাত জন, মে ও ফেব্রুয়ারিতে নিচন করে মারা যায়। মার্চ মাসে কেউ মারা যায়নি। চলতি নভেম্বরে গত ছয়দিনে ২৯ জন মারা গেছে।
এবছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে অক্টোরে ২২ হাজার ৫০ জন ও এরপর সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন। চলতি নভেম্বরে গত ছয়দিনে ভর্তি হয়েছে ৬ হাজার ১৬৪ জন।
এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
