রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু ও ভর্তির রেকর্ড 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:০৪, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৪২, ৫ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু ও ভর্তির রেকর্ড 

দেশে এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পযন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছে। এটি এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সঙ্গে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪২ জন ডেঙ্গু রোগী। এটিও এ বছর এক দিনে হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তির ঘটনা।

এর আগে সর্বোচ্চ ডেঙ্গু রোগী মৃত্যুর রেকর্ড ছিল ২১ সেপ্টেম্বর। সেদিনও ৯ জন মারা যায়। আর সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড ছিল ২৮ সেপ্টেম্বর, ৮৪৫ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের রবিবারের (৫ অক্টোবর) বুলেটিনে ডেঙ্গুর সর্বশেষ তথ্য জানানো হয়।

শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় ঢাকার বাইরের অনেক জেলার তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখায় আসে না। রবিবার এসব তথ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্যে সংযুক্ত করা হয়। ফলে প্রায়ই রবিবার হাসপাতালে ভর্তি রোগী এবং মৃতের সংখ্যা বেশি হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রবিববারের বুলেটিনে বলা হয়েছে, এ নিয়ে চলতি বছর ৪৯ হাজার ৯০৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলো। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, সবশেষ যে ৯ জন মারা গেছে, তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, ডিএনসিসি কভিড-১৯ হাসপাতালে একজন, মিটফোর্ড হাসপাতালে একজন এবং কক্সবাজার ২৫০ শয্যার হাসপাতালে একজন চিকিৎসাধীন ছিল।

নতুন মারা যাওয়াদের মধ্যে চার জন পুরুষ ও পাঁচ জন নারী। তাদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি ও মৃত্যুর রেকর্ড হয় সেপ্টেম্বরে। সে মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয় ও মারা যায় ৭৬ জন।

এ মাসের (অক্টোবর) পাঁচ দিনে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৫ জন ও মারা গেল ১৪ জন।

এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়।

জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন ও অগাস্টে ৩৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কারো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩২২ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, খুলনা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছে।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ২ হাজার ৪৩৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৮৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫২ জন চিকিৎসা নিচ্ছেন।

২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ