লাক্স সুন্দরী তানজিয়া এখন ইউএনও
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:২২, ৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:৩৯, ৫ ডিসেম্বর ২০২৫
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। সৌন্দর্য প্রতিযোগিতা থেকে প্রশাসনে—সোহানিয়ার এ যাত্রা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।
২০১০ সালে চ্যানেল আই–লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা সাতের তালিকায় জায়গা করে নেন সোহানিয়া। পাশাপাশি জিতেছিলেন ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল খেতাবও। প্রতিযোগিতা–পরবর্তী সময়ে কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও নিয়মিত ছিলেন না তিনি। পড়াশোনা ও কর্মজীবনকে অগ্রাধিকার দিয়ে ধীরে ধীরে শোবিজ থেকে দূরে সরে আসেন।
একজন মেধাবী শিক্ষার্থী থেকে প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাজীবনেও ছিলেন উজ্জ্বল। টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ–৫। কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ–৫। পরবর্তীতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সেরা শিক্ষার্থীদের মতোই এগিয়েছেন কর্মজীবনেও।
৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মনোনীত হন তিনি। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত প্রজ্ঞাপনে তার নিয়োগের সুপারিশ পাওয়া যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দ্বিতীয় ধাপে সারাদেশের ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার। নীলফামারীর ছয় উপজেলার মধ্যে তিনটিতে আনা হয়েছে পরিবর্তন, যার অংশ হিসেবে কিশোরগঞ্জের ইউএনও হলেন তানজিয়া সোহানিয়া।
এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব), সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
শৈশব থেকেই সংস্কৃতিমনা সোহানিয়া গান, নাচ ও অভিনয়ে জাতীয় পর্যায়ে পুরস্কার জিতেছেন। কাব স্কাউটে জাতীয় পর্যায়ে রানার্স-আপ হওয়াও তার উল্লেখযোগ্য অর্জন।
সোহানিয়ার বাবা ডা. আজিজুল হক খান একজন সরকারি কর্মকর্তা এবং তার মা সালমা সুলতানা গৃহিণী। ছোটবেলাতেই ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ও ধারাবাহিক মেধার কারণে পরিবার–সমাজে তাকে সবসময়ই অনুকরণীয় হিসেবে দেখা হয়।
