রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ আসছে মাত্র তিন মাস পর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:২৯, ৫ ডিসেম্বর ২০২৫
রণবীর সিং অভিনীত বহু প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘ধুরন্ধর’ মাত্র আজই মুক্তি পেয়েছে, আর সেই মুহূর্তেই দর্শকদের সামনে আরও বড় চমক। ছবির পোস্ট-ক্রেডিট দৃশ্যে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন—আসছে ‘ধুরন্ধর ২’, আর সেটিও আসছে অবিশ্বাস্য দ্রুততায়!
নির্মাতাদের ঘোষণায় জানা গেছে, সিক্যুয়েলটি আগামী বছর ১৯ মার্চ ২০২৬-এ প্রেক্ষাগৃহে আসবে। অর্থাৎ, প্রথম অংশের ৫ ডিসেম্বরের মুক্তির পর মাত্র তিন মাসের মধ্যেই দর্শকরা পেয়ে যাবেন দ্বিতীয় ভাগ।
এত কম সময়ের ব্যবধানে বড় বাজেটের ছবির সিক্যুয়েল মুক্তি—বলিউডে এ এক নজিরবিহীন ঘটনা।
চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, এর অর্থ হলো পরিচালক আদিত্য ধর দুই ভাগের শুটিংই আগেই সম্পন্ন করেছিলেন। ফলে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হতেই ‘ধুরন্ধর ২’ প্রস্তুত হয়ে গেছে বড়পর্দার জন্য।
৩ ঘণ্টা ৩০ মিনিট দৈর্ঘ্যের ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে পাচ্ছে প্রশংসা—টানটান চিত্রনাট্য, ধারালো অ্যাকশন ও রাজনৈতিক থ্রিলারের উত্তেজনা।
সব মিলিয়ে ছবিটি বক্স অফিসেও বড় সাড়া ফেলবে বলে আগেই প্রত্যাশা তৈরি হয়েছে।
ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে রয়েছেন—সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন ও সারা অর্জুন।
সেন্সর বোর্ডের বিবরণ অনুযায়ী, ‘ধুরন্ধর’ নির্মিত হয়েছে ভারতের দুটি বহুল আলোচিত ঘটনার অনুপ্রেরণায়—১৯৯৯ সালের আইসি-৮১৪ কান্দাহার হাইজ্যাক ও ২০০১ সালের ভারতীয় সংসদে সন্ত্রাসী হামলা
গল্পের কেন্দ্রে রয়েছেন ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সান্যাল, যিনি পাকিস্তান থেকে পরিচালিত এক ভয়ংকর জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করতে গোপন ও প্রায় অসম্ভব এক অভিযান চালান।
ছবিতে অভিনয় করা অভিনেতা রাকেশ বেদি বছরখানেক আগেই জানিয়েছিলেন, ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় ভাগ তৈরি হয়ে আছে। তিনি বলেন, “দুই-তিন মাসের ব্যবধানেই সিক্যুয়েল মুক্তি পাবে।”
এবার সেই কথারই প্রমাণ মিলল বড়পর্দায়।
প্রথম অংশের অ্যাকশন ও রহস্যে মুগ্ধ দর্শকরা এখন চোখ রাখছেন সিক্যুয়েলের দিকে। পরিচালক যেভাবে গল্পটি দুই ভাগে নির্মাণ করেছেন, তাতে দ্বিতীয় পর্বে অপেক্ষা করছে আরও বিস্ফোরক মোড়—এমনটাই ধারণা সিনেমাপ্রেমীদের।
