রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ আসছে মাত্র তিন মাস পর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:২৯, ৫ ডিসেম্বর ২০২৫

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ আসছে মাত্র তিন মাস পর

রণবীর সিং অভিনীত বহু প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘ধুরন্ধর’ মাত্র আজই মুক্তি পেয়েছে, আর সেই মুহূর্তেই দর্শকদের সামনে আরও বড় চমক। ছবির পোস্ট-ক্রেডিট দৃশ্যে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন—আসছে ‘ধুরন্ধর ২’, আর সেটিও আসছে অবিশ্বাস্য দ্রুততায়!

নির্মাতাদের ঘোষণায় জানা গেছে, সিক্যুয়েলটি আগামী বছর ১৯ মার্চ ২০২৬-এ প্রেক্ষাগৃহে আসবে। অর্থাৎ, প্রথম অংশের ৫ ডিসেম্বরের মুক্তির পর মাত্র তিন মাসের মধ্যেই দর্শকরা পেয়ে যাবেন দ্বিতীয় ভাগ।

এত কম সময়ের ব্যবধানে বড় বাজেটের ছবির সিক্যুয়েল মুক্তি—বলিউডে এ এক নজিরবিহীন ঘটনা।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, এর অর্থ হলো পরিচালক আদিত্য ধর দুই ভাগের শুটিংই আগেই সম্পন্ন করেছিলেন। ফলে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হতেই ‘ধুরন্ধর ২’ প্রস্তুত হয়ে গেছে বড়পর্দার জন্য।

৩ ঘণ্টা ৩০ মিনিট দৈর্ঘ্যের ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে পাচ্ছে প্রশংসা—টানটান চিত্রনাট্য, ধারালো অ্যাকশন ও রাজনৈতিক থ্রিলারের উত্তেজনা। 

সব মিলিয়ে ছবিটি বক্স অফিসেও বড় সাড়া ফেলবে বলে আগেই প্রত্যাশা তৈরি হয়েছে।

ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে রয়েছেন—সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন ও সারা অর্জুন।

সেন্সর বোর্ডের বিবরণ অনুযায়ী, ‘ধুরন্ধর’ নির্মিত হয়েছে ভারতের দুটি বহুল আলোচিত ঘটনার অনুপ্রেরণায়—১৯৯৯ সালের আইসি-৮১৪ কান্দাহার হাইজ্যাক ‌ও ২০০১ সালের ভারতীয় সংসদে সন্ত্রাসী হামলা

গল্পের কেন্দ্রে রয়েছেন ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সান্যাল, যিনি পাকিস্তান থেকে পরিচালিত এক ভয়ংকর জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করতে গোপন ও প্রায় অসম্ভব এক অভিযান চালান।

ছবিতে অভিনয় করা অভিনেতা রাকেশ বেদি বছরখানেক আগেই জানিয়েছিলেন, ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় ভাগ তৈরি হয়ে আছে। তিনি বলেন, “দুই-তিন মাসের ব্যবধানেই সিক্যুয়েল মুক্তি পাবে।”

এবার সেই কথারই প্রমাণ মিলল বড়পর্দায়।

প্রথম অংশের অ্যাকশন ও রহস্যে মুগ্ধ দর্শকরা এখন চোখ রাখছেন সিক্যুয়েলের দিকে। পরিচালক যেভাবে গল্পটি দুই ভাগে নির্মাণ করেছেন, তাতে দ্বিতীয় পর্বে অপেক্ষা করছে আরও বিস্ফোরক মোড়—এমনটাই ধারণা সিনেমাপ্রেমীদের।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু