লন্ডনের রাস্তায় স্থায়ী ‘রাজ-সিমরন’:শাহরুখ–কাজলের ব্রোঞ্জ ভাস্কর্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৩৪, ৫ ডিসেম্বর ২০২৫
বলিউড রোম্যান্সের চূড়ান্ত প্রতীক যদি কোন ছবিকে বলা যায়, তা নিঃসন্দেহে আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে)। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটি আজ রূপকথার মতো ৩০ বছরের পথ অতিক্রম করেছে। তিন দশক পরেও রাজ ও সিমরনের প্রেম যেন একইরকম সতেজ, একইরকম আবেগঘন। সেই কিংবদন্তি মাইলফলক স্মরণেই এবার লন্ডনের বুকেই স্থাপিত হল ছবির স্থায়ী ভাস্কর্য—শাহরুখ খান ও কাজলের ব্রোঞ্জ মূর্তি।
লন্ডনের বিশ্বখ্যাত লেস্টার স্কোয়ারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় রাজ–সিমরনের আইকনিক ভঙ্গিমায় নির্মিত ব্রোঞ্জের মূর্তি। এটি প্রথম ভারতীয় ছবি, যার স্মৃতিস্তম্ভ স্থায়ীভাবে জায়গা পেল ইউরোপের এই অন্যতম সাংস্কৃতিক কেন্দ্রে।
উন্মোচন অনুষ্ঠানে শাহরুখ খান হাজির ছিলেন কালো স্যুটে। কাজলকে দেখা গেল নীল শাড়িতে রাজকীয় সৌন্দর্য নিয়ে। দু’জন একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতেই সময় যেন ফিরে গেল তিন দশক আগে—সেই ট্রেনের সিকোয়েন্স, সেই দৃষ্টিতে প্রেমের ভাষা।
ইনস্টাগ্রামে শাহরুখ লিখেছেন—“রাজ ও সিমরনের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করতে পারা সত্যিই সম্মানের। ব্রিটেনবাসীকে ধন্যবাদ—লন্ডনে এলে আমাদের সঙ্গে দেখা করতে ভুলবেন না!”
তিনি জানান, ‘ডিডিএলজে’–ই প্রথম ভারতীয় ছবি যা ‘Scenes in the Square’ ট্রেল হিসেবে এই সম্মান পেল। তাঁর কথায়, চরিত্র ‘রাজ’ মানুষের হৃদয়ে যে জায়গা করে নিয়েছে, তা তিনি আজীবন মনে রাখবেন।
কাজল বলেন,“ডিডিএলজে আজও প্রতিটি রোম্যান্টিক ছবিতেই কোন না কোনভাবে উপস্থিত। সিমরন সেই মেয়েদের প্রতিনিধি, যারা পরিবারকে সম্মান করেও নিজের স্বাধীনতার দিকে এগিয়ে যেতে সাহস রাখে।”
তার মতে, “যা সিমরন, যা” শুধু প্রেম নয়—ভালবাসা, স্বাধীনতা ও আত্মবিশ্বাসের প্রতীক।
মুম্বাইয়ের মারাঠা মন্দিরে এখনও নিয়মিত প্রদর্শিত হয় ‘ডিডিএলজে’। এটি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন ধরে চলা ছবি।
সময়ের স্রোতে প্রজন্ম বদলালেও বদলায়নি রাজ–সিমরনের আবেদন। তাই ৩০ বছর পরেও এই ছবিকে ঘিরে উন্মাদনা একইরকম অটুট।
