রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

আগুনে দগ্ধ হয়েও থামেননি আরিফিন শুভ, শুটিং চালিয়ে গেলেন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬:২৪, ৪ ডিসেম্বর ২০২৫

আগুনে দগ্ধ হয়েও থামেননি আরিফিন শুভ,  শুটিং চালিয়ে গেলেন

ঢাকার বাইরে নিরিবিলি লোকেশনে গোপনীয়তার মধ্যেই চলছে অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’–এর শুটিং। পুরো ইউনিট বিষয়টি চুপিসারে রাখতে চাইলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ফাঁস হয়েছে কয়েকটি দৃশ্য। এর মধ্যেই সামনে এলো আরও উদ্বেগজনক খবর—শুটিং সেটে আগুনে দগ্ধ হয়েছেন আরিফিন শুভ।

শুটিং ইউনিটের কয়েকটি নির্ভরযোগ্য সূত্র সমাজকালকে জানায়, একটি অ্যাকশন দৃশ্যে শুভর নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন ধরানোর পরিকল্পনা ছিল। প্রস্তুতিও ছিল ঠিকঠাক; কিন্তু ক্যামেরা চালু হওয়ার পর দৃশ্যের আগুন হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তেই আগুন ধরে যায় শুভর পায়ে এবং কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা আরও উঁচু হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই নেভানোর চেষ্টা করেন, কিন্তু তীব্র তাপে ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ইউনিটের সদস্যরা ছুটে গিয়ে আগুন নেভান। আগুন নেভানো গেলেও তার পায়ে স্পষ্ট দগ্ধচিহ্ন পড়ে।

দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং স্থগিত করতে চাইলে শুভ তাতে রাজি হননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান এবং সেদিনের নির্ধারিত সব কাজ সম্পন্ন করেন।

ইউনিট সূত্রের দাবি—দগ্ধ পা নিয়েই শুভ প্রতিদিন নিয়মিত শুটিং করছেন।

দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে পরিচালক আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। ছবিতে থাকবে দুঃসাহসিক অ্যাকশন, ড্রামা ও থ্রিলার উপাদান—আর সেগুলোরই একটি দৃশ্যে ঘটল এই দুর্ঘটনা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু