রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সিয়ামের নতুন নায়িকা ইধিকা পাল নিশ্চিত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:০১, ৪ ডিসেম্বর ২০২৫

সিয়ামের নতুন নায়িকা ইধিকা পাল নিশ্চিত

ঢালিউডের জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততম সময় পার করছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’–এর শুটিং। নতুন বছরের অপেক্ষা না করে এবার তিনি শুরু করতে যাচ্ছেন একেবারে নতুন একটি অ্যাকশনধর্মী সিনেমা—‘রাক্ষস’। ঘোষণা আসার পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

‘রাক্ষস’–এর নায়িকা নিয়ে কয়েক মাস ধরেই টলিউড ও ঢালিউড অঙ্গনে চলছিল নানা জল্পনা। প্রার্থনা ফারদিন দীঘি কিংবা সাবিলা নূরের নাম ওঠা–নামা করলেও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি নির্মাতারা। অবশেষে জানা গেছে—নায়িকা হচ্ছেন কলকাতার তারকা ইধিকা পাল। চলতি সপ্তাহেই তার সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে এটাই হবে সিয়াম–ইধিকা জুটির প্রথম সিনেমা।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ‘সিকান্দার’ নামে একটি যৌথ সিনেমায় সিয়াম–ইধিকার একসঙ্গে অভিনয়ের কথা শোনা গেলেও প্রকল্পটি আর সামনে এগোয়নি। ফলে ‘রাক্ষস’-এর মাধ্যমে প্রথমবারের মতো দর্শকরা এই জুটিকে বড় পর্দায় দেখতে পাবেন।

শাকিব খান অভিনীত ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ দিয়ে বাংলাদেশে পরিচিতি পান ইধিকা। এরপর শাকিবের বিপরীতে ‘বরবাদ’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। শাকিবের বাইরে বাংলাদেশের পরিচালনায় তিনি করেছেন ‘কবি’ সিনেমা, পাশাপাশি টলিউডে ‘খাদান’ এবং দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’-এও অভিনয় করে দুই বাংলাতেই জনপ্রিয়তা অর্জন করেন।
সিয়ামের সর্বশেষ আলোচিত সিনেমা ‘জংলি’, যেখানে বুবলীর সঙ্গে তার অন-স্ক্রিন জুটি প্রশংসিত হয়। ‘পোড়ামন ২’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকেই তিনি বাণিজ্যিক ও কনটেন্ট–নির্ভর—দুই ধারারই সিনেমায় সফলতা ধরে রেখেছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, এই মাসেই ঢাকায় ‘রাক্ষস’-এর শুটিং শুরু হবে। এরপর সিনেমার কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যধারণ হবে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার মনোরম লোকেশনে। অ্যাকশন দৃশ্যে আধুনিক প্রযুক্তি, স্টান্ট এবং আন্তর্জাতিক ইউনিট ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

পরিচালক মেহেদী হাসান এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি। সিয়ামও বিষয়টি নিয়ে নীরব আছেন। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে—আগামী দুই সপ্তাহের মধ্যেই ক্যামেরা রোল হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ঈদুল ফিতরেই মুক্তি পাবে ‘রাক্ষস’।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল