প্রকাশ্যে শুভ–ঐশীর প্রেমময় ‘স্বপ্ন’ সাবহেডলাইন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:০২, ৩ ডিসেম্বর ২০২৫
ঢালিউডের আলোচিত জুটি আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী আবারও আলোচনার কেন্দ্রে। গত ২৫ নভেম্বর ফেসবুকে দুটি প্রেমঘন লাইন পোস্ট করেই দু’জন নীরব উত্তেজনার স্রোত বইয়ে দিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে।
শুভ লিখেছিলেন—“তোরে এত ভালোবাসি আর বলবো কতবার”
অন্যদিকে ঐশীর স্ট্যাটাস—“যদি হারাস একটিবার মরে যাবো শতবার।”
এই দুই পোস্টের পর থেকেই জল্পনা তুঙ্গে। এরপর দু’জনের চুম্বনরত একটি রোমান্টিক ছবি ফেসবুকে ভেসে উঠতেই যেন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি—তাদের নিয়ে ‘প্রেম–বিশ্লেষকদের’ গুঞ্জন আরও বেড়ে যায়। অনেকে বলেই ফেলেন, প্রেমের ঘোষণা তো এবার সময়ের অপেক্ষা মাত্র!
এর ঠিক সাত দিন পর, আজ (২ ডিসেম্বর) প্রকাশ্যে এলো সেই রহস্যের পূর্ণতা। মুক্তি পেয়েছে শুভ–ঐশীর প্রেমময় ‘স্বপ্ন’—রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘নূর’–এর প্রথম গান।
গানটির মাধ্যমে যেন নায়িকা ঐশীর প্রতি নায়ক শুভর অন্তর্জাগতিক আর্তি ধরা পড়েছে। অপেক্ষা, প্রেম আর হারানোর আশঙ্কায় কাঁপা অনুভূতি—গানটির কথায় যেন সবই ফুটে উঠেছে। শফিক তুহিনের লেখা এই গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল। প্রকাশের পর থেকেই গানের কিছু অংশ সামাজিকমাধ্যমে দ্রুত ভাইরাল হচ্ছে।
পরিচালক রায়হান রাফী জানালেন, ‘নূর’ সম্পূর্ণ একটি অদ্ভুত প্রেমের গল্প, যেখানে শুভ–ঐশীর রসায়ন দর্শকদের নতুন করে চমকে দেবে।
উল্লেখ্য, সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, শিগগিরই মুক্তি পাচ্ছে বায়স্কোপ প্লাস–এ।
ঢাকাই সিনেমার সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত জুটির নতুন এই প্রেমঘন উপস্থাপন ইঙ্গিত দিচ্ছে—শীতের শুরুতেই দর্শকদের জন্য অপেক্ষা করছে রোমান্সে ভরপুর এক ‘স্বপ্নময়’ অভিজ্ঞতা।
