সিডনি সুইনির আইকন আমান্ডা সেফ্রিডই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৫১, ৩ ডিসেম্বর ২০২৫
সিডনি সুইনি ও আমান্ড সেফ্রিডই
হলিউডের তরুণ তারকা সিডনি সুইনি জানালেন, নতুন ছবি দ্য হাউসমেইড–এ কাজ করতে গিয়ে তিনি যেন নতুন করে মুগ্ধ হয়েছেন সহ–অভিনেত্রী আমান্ডা সেফ্রিডের প্রতি। জনপ্রিয় অনুষ্ঠান দ্য টুনাইট শো স্টারিং জিমি ফেলন–এর ১ ডিসেম্বরের পর্বে অতিথি হয়ে এসে তিনি অকপটে জানালেন—“আমি ওনার প্রতি পুরোপুরি মোহিত।”
সাক্ষাৎকারে সিডনি বলেন,“আমি তার প্রতি আসক্ত। তিনি জানেন সেটি। আমি তার সবচেয়ে বড় মাম্মা মিয়া! ফ্যান।”
অভিনেত্রী জানান, দীর্ঘদিন ধরে আমান্ডা সেফ্রিড তার প্রিয় শিল্পী, বিশেষ করে মাম্মা মিয়া!–তে সেফ্রিডের ‘সোফি’ চরিত্র তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
সিডনি জানান, শুটিংয়ের এক ফাঁকে তিনি আমান্ডাকে রাজি করান একটি “মজার ছোট টিকটক ভিডিও” বানাতে।
সিডনি বলেন—“আমার সব স্বপ্ন যেন পূরণ হয়ে গেলো! দারুণ এক অভিজ্ঞতা।” তিনি আরও বলেন, একবার আফ্রিকা সফরে বন্ধুদের সঙ্গে সমুদ্রতটে নাচতে নাচতে মাম্মা মিয়ার!–র গান চালিয়ে আমান্ডাকে ভিডিও পাঠিয়েছিলেন, সঙ্গে লিখেছিলেন—অমান্ডার প্রতিক্রিয়া—‘সিডনি চাইলে মাম্মা মিয়া ৩–এ থাকবে। ’
এর আগে এন্টারটেইনমেন্ট টুনাইট–কে দেওয়া সাক্ষাৎকারে আমান্ডা সেফ্রিড জানান,“সিডনি যদি মাম্মা মিয়া ৩ এ আসতে চায়, আমি তো অবশ্যই চাই। আরও অনেক মেয়েই কাজ করতে আগ্রহী, আমি সবার পক্ষেই।”
সিডনি সুইনি ও আমান্ডা সেফ্রিড অভিনীত আসন্ন থ্রিলার দ্য হাউসমেইড ইতিমধ্যেই ভক্তদের মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি করেছে। দুই জনপ্রিয় অভিনেত্রীর এই জুটি পর্দায় নতুন রসায়ন উপহার দেবে বলেই প্রত্যাশা দর্শকদের।
