বিয়ের পিঁড়িতে বসলেন নির্মাতা আরিয়ান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:০৯, ২ ডিসেম্বর ২০২৫
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান অবশেষে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন দীর্ঘ ৭ বছরের পরিচিত মানুষটিকেই। ছবি: সংগৃহীত
জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান অবশেষে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন দীর্ঘ ৭ বছরের পরিচিত মানুষটিকেই। মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিজেই প্রকাশ করেন তিনি। যেখানে দেখা যায়—বরের সাজে আরিয়ান, আর পাশে কণের সাজে তার জীবনসঙ্গী তাহসিন তামান্না।
ছবিগুলোতে দু’জনের চোখে–চোখে তাকানো, গালে গাল মিলিয়ে থাকা—সব মিলিয়ে স্পষ্ট যে নির্মাতা নতুন জীবনে পা রেখেছেন। পোস্টটি প্রকাশ হতেই অভিনন্দনের বন্যা বয়ে যায় মন্তব্যের ঘরে। তাসনিয়া ফারিণ, দীপা খন্দকারসহ বিনোদন অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।
পোস্টের ক্যাপশনে আরিয়ান লিখেছেন—“যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।”
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নির্মাতা জানান,“আজ বিয়ে করেছি। পাত্রীর নাম তাহসিন তামান্না। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে। আমাদের পরিচয় প্রায় ৭ বছরের। ইনশাআল্লাহ আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়–স্বজন, বন্ধু–বান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে।”
দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থাকা ‘বড় ছেলে’ খ্যাত এই নির্মাতার নতুন অধ্যায়কে ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ ও ভালবাসা স্পষ্ট। নতুন জীবনে পা রেখে আবারও কি কাজে ফেরার ঘোষণা আসবে—তা এখন সময়ের অপেক্ষা।
