সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

৬৬ বছরে সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০:৩৩, ২ ডিসেম্বর ২০২৫

৬৬ বছরে সুবর্ণা মুস্তাফা

বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব সুবর্ণা মুস্তাফা আজ ৬৬ বছরে পা রাখলেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব সুবর্ণা মুস্তাফা আজ ৬৬ বছরে পা রাখলেন। সময়ের স্রোত পেরিয়ে আজও তিনি সমান উজ্জ্বল, প্রাণবন্ত ও সাবলীল অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে যাচ্ছেন। চরিত্রে রূপ দান, সংলাপ উপস্থাপন এবং ক্যারিয়ারের দীর্ঘ পরিক্রমায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দক্ষতাই তাকে আজকের ‘সুবর্ণা মুস্তাফা’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

১৯৫৯ সালের এই দিনে ঝালকাঠির নলছিটির দপদপিয়া গ্রামে জন্ম নেওয়া সুবর্ণার শৈশব থেকেই সংস্কৃতির প্রতি গভীর টান। তার বাবা প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার অনুপ্রেরণাই তাকে শিল্প-সাহিত্যের জগতে নিয়ে আসে। সত্তরের দশকে নাট্যকার সেলিম আল দীনের নাটক ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ দিয়ে মঞ্চে তার যাত্রা শুরু।

এরপর ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত কালজয়ী চলচ্চিত্র ‘ঘুড্ডি’–তে অভিনয়ের মধ্য দিয়ে তিনি রূপালি পর্দায় অভিষেক করেন। ১৯৮৩ সালে ‘নতুন বউ’ এবং ১৯৮৪ সালে ‘নয়নের আলো’—দুটি সিনেমাই তাকে তারকা খ্যাতির শিখরে তুলে দেয়। ‘নতুন বউ’ ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে—*‘লাল সবুজের পালা’, ‘শঙ্খনীল কারাগার’, ‘পালাবি কোথায়’, ‘গহীন বালুচর’, ‘গণ্ডি’*সহ আরও বহু প্রশংসিত কাজ।

শুধু সিনেমা নয়, টেলিভিশন নাটকেও সুবর্ণা সমান তুমুল জনপ্রিয়। ১৯৯০ সালে হুমায়ূন আহমেদের উপন্যাস ভিত্তিক নাটক ‘কোথাও কেউ নেই’–তে মুনা চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। এরপর ‘আজ রবিবার’–এর মতো নাটকেও তার অভিনয় দর্শকের হৃদয়ে আজও অমলিন।

দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক অগণিত সম্মাননার পাশাপাশি তিনি পেয়েছেন দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক।

শিল্পের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় সুবর্ণা মুস্তাফা। ২০১৯ সালে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

ব্যক্তিজীবনে তিনি দুই দশকেরও বেশি সময় অভিনেতা হুমায়ূন ফরীদির সঙ্গে সংসার করেছেন। পরে নির্মাতা বদরুল আনাম সৌদকে বিয়ে করেন।

পারিবারিকভাবে সাদামাটা জীবনযাপনেই বিশ্বাসী সুবর্ণা মুস্তাফা। জানা গেছে, এবারও জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা রাখেননি তিনি। ঘনিষ্ঠদের নিয়ে ঘরোয়া আয়োজনে কেক কেটে দিনটি উদযাপন করছেন।

সমাজকাল পরিবারের পক্ষ থেকে কিংবদন্তি এই শিল্পীর জন্মদিনে শুভেচ্ছা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ