বিদেশি নায়িকার সঙ্গে শাকিব খানের ‘অন্তরাত্মা’ আসছে ওটিটিতে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:২০, ২ ডিসেম্বর ২০২৫
শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘অন্তরাত্মা’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে। আগামী ৪ ডিসেম্বর থেকে সিনেমাটি দেখা যাবে দেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। গত রোজার ঈদে মুক্তি পাওয়া ছবিটি প্রেক্ষাগৃহে সুবিধা করতে না পারলেও এবার ডিজিটাল মাধ্যমে নতুন দর্শক টানবে বলে আশা করছে নির্মাতা ও প্রযোজক প্রতিষ্ঠান।
গতকাল আইস্ক্রিন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেয়—ইমোশন, রোমান্স ও অ্যাকশন মিশ্রিত এ হৃদয়স্পর্শী গল্প এবার দর্শকদের জন্য পুরোপুরি অনলাইনে উন্মুক্ত হচ্ছে।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা দর্শনা বণিক। গল্পে দেখা যায়—শাকিব অভিনীত ‘প্রথম’ চরিত্রটি ছোটবেলায় সন্ত্রাসীদের হাতে মা-বাবাকে হারিয়ে বড় হয় প্রতিশোধের আগুন বুকে নিয়ে। বড় হয়ে সন্ত্রাসীদের আতঙ্কে পরিণত হলেও তার জীবনে থাকে একাকিত্ব। সেই শূন্যতা ভরাট করতে আসে ‘রূপকথা’ (দর্শনা বণিক)। প্রেম, বিয়ে—সবকিছুই ঘটে; কিন্তু প্রথমের জীবনে স্থিরতা ফেরে না।
ছবিতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী প্রমুখ।
প্রযোজনায় রয়েছেন সোহানী হোসেন; ব্যানার—তরঙ্গ এন্টারটেইনমেন্ট।
‘অন্তরাত্মা’র শুটিং হয়েছিল ২০২১ সালে। ওই বছরের ঈদেই মুক্তির কথা থাকলেও নানা কারণে থেমে যায় প্রক্রিয়া। চার বছর পর ২০২৫ সালের রোজার ঈদে হঠাৎ মুক্তি পেলেও—প্রচারের অভাব, শাকিবের নীরবতা, সঠিক সময়ে বাজারজাত না করা।এসব কারণে সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্সে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই সিনেপ্লেক্স থেকে নামিয়ে নেওয়া হয়।
তবে নায়িকা দর্শনা বণিক নিয়মিত সোশ্যাল মিডিয়ায় প্রচারে অংশ নেন। বাংলাদেশে এসে প্রচারণা করতে না পারলেও তার পোস্টে ছবির প্রতি আগ্রহ কিছুটা বাড়ে।
আইস্ক্রিনে রিলিজ পাওয়ার ফলে এবার নতুন করে দর্শকেরা ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন। ওটিটি দর্শকরা সাধারণত গল্পভিত্তিক ছবি পছন্দ করেন—তাই নির্মাতাদের বিশ্বাস, ‘অন্তরাত্মা’ ডিজিটাল প্ল্যাটফর্মে ভালো সাড়া দেবে।
