শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানে চলছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৪৩, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৫৩, ২৭ নভেম্বর ২০২৫

বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানে চলছে: প্রেস সচিব

জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, দ্রুত এর ফলাফল জানা যাবে। মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গাতেও পুলিশ অভিযানে নেমেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা পরিষদের সভার বিষয়ে জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল। 

পালাগানে ধর্ম অবমাননার অভিযোগে মানকিগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারকে এক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তার মুক্তির দাবিতে একদল বাউলশিল্প শহরে কর্মসূচি পালন করতে গেলে স্থানীয় মুসল্লিরা পাল্টা কর্মসূচি দেয়। মুসল্লিদের হামলায় বেশ কয়েকজন বাউল আহত হন। অনেকে দৌঁড়ে জলাশয়ে নেমে প্রাণ রক্ষা করেন।

এসব ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ চলছে। দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও একাধিক হামলার ঘটনা ঘটেছে।

এরমধ্যে হামলার ঘটনায় মানিকগঞ্জে এক ভুক্তভোগী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে ওই মামলায় এখনও কোনো গ্রেপ্তার নেই।

বিফ্রিংয়ের সময় উপদেষ্টা পরিষদে সাম্প্রতিক এসব পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছিল কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, “উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নিয়ে আলাপ হয়নি। তবে যতদূর জানি যারা বাউলদেরকে আক্রমণ করেছে তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে।
প্রেস সচিব বলেন, “অন্যান্য জায়গায় যেখানে হামলা হয়েছে, সেখানে পুলিশ খুব সাঁড়াশি অভিযান করছে। দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার অবস্থা বিদেশ নেওয়ার মতো স্থিতিশীল নয় : ফখরুল
তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান