নারী শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান গায়িকা জেফারের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:০৯, ২৭ নভেম্বর ২০২৫
হালের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান সাম্প্রতিক এক ভিডিও বার্তায় নারী শিল্পীদের প্রতি সহানুভূতি ও সমর্থন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে তিনি নিজের কাজ ও অর্জন সম্পর্কে কথা বলতে গিয়ে জানান, অনেকেই তার প্রকৃত অবদান সম্পর্কে অবগত নন।
জেফার বলেন, “সবাই ভাবে আমি শুধু গান গাই। কিন্তু আমি গানও লিখি, নিজের গান নিজেই সুর করি। আমার গানের প্রায় ৯০ শতাংশ সুর আমার করা। এত কিছু করেও মানুষ আমার কাজকে ঠিকভাবে উপলব্ধি করে না।”
তিনি ভিডিওতে আরও জানান, নারী শিল্পীদের কাজকে অনেকে গুরুত্ব দিয়ে দেখেন না, যা তাকে হতাশ করে। শিল্পীদের প্রতি শ্রোতা–দর্শকের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
শেষে জেফার সব শ্রোতাদের উদ্দেশে বলেন, “প্লিজ, আপনারা নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন। কাজটা সহজ নয়। সমর্থন পেলে আমরা আরও ভালো করতে পারব।”
জেফারের এই ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকে তার বক্তব্যকে সমর্থন জানিয়ে মন্তব্য করছেন যে, শিল্পীদের নেপথ্যের শ্রম ও সৃজনশীলতা আরও বেশি মূল্যায়ন করা উচিত।
