দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে জুবিন গার্গকে: আসামের বিধান সভায় মুখ্যমন্ত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:০৪, ২৫ নভেম্বর ২০২৫
আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে ফের তোলপাড় ভারতের রাজ্য রাজনীতি। বহুদিন ধরে ‘দুর্ঘটনা’ হিসেবেই তার মৃত্যুকে ব্যাখ্যা করা হলেও এবার বিষয়টি নতুন মোড় নিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চাঞ্চল্যকর বক্তব্যে। আসাম বিধানসভায় তিনি দাবি করেছেন—“জুবিনকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।”
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান উত্তর-পূর্ব ভারতের আইকনিক এই সংগীতশিল্পী। সিঙ্গাপুর কর্তৃপক্ষের ময়নাতদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছিল—এটি কোনও ষড়যন্ত্র নয়, জলে ডুবে মৃত্যু। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই এতদিন সরকারি বক্তব্য ছিল এটি নিছকই ‘দুঃখজনক দুর্ঘটনা’।
কিন্তু সোমবার বিধানসভায় বিরোধীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত সম্পূর্ণ ভিন্ন দাবি তুলে ধরেন। তার কথায়, “জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়। তাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে।” এই মন্তব্যে মুহূর্তেই উত্তেজনা ছড়ায় অধিবেশনে।
বিরোধীদল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এর বিধায়ক রফিকুল ইসলাম বিষয়টি তুললে তিনি সরকারের ব্যর্থতার অভিযোগও করেন। তার অভিযোগ—“জুবিন গার্গ আমাদের অসমের হৃদয়ে বাস করতেন। তার মৃত্যুর বিচার আজও হয়নি—এটাই সরকারের ব্যর্থতা।”
জুবিন গার্গের মৃত্যু নিয়ে হিমন্তর নতুন দাবি রাজ্যের সংস্কৃতি জগত, ভক্তসমাজ এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে—যদি সত্যিই হত্যা হয়ে থাকে, তবে তদন্ত কোন পর্যায়ে?
গায়ক-অভিনেতা জুবিন গার্গ আসামের সাংস্কৃতিক জগতের অন্যতম প্রাণপুরুষ ছিলেন। তার হঠাৎ মৃত্যু নিয়ে শোকের পাশাপাশি প্রশ্নও কম ওঠেনি। কিন্তু মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য নতুন এক বিতর্কের জন্ম দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
