প্রযোজকদের কুপ্রস্তাব এড়াতে হোটেলের রুম বদলাতেন রাবিনা ট্যান্ডন!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:১৬, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৫, ১১ নভেম্বর ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন / ফাইল ছবি
মুম্বাইয়ের চলচ্চিত্র নির্মাতা রবি ট্যান্ডন ও বীণা ট্যান্ডনের ঘরে জন্ম নেওয়া রাবিনা ট্যান্ডন নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বড় পর্দায় আসার আগে তিনি জনসংযোগ ও বিজ্ঞাপন সংস্থায় কাজ করতেন। সেখানেই ফটোগ্রাফার শান্তনু শেওরের চোখে ধরা পড়ে তার অভিনয় প্রতিভা—যা তাকে বলিউডে নিয়ে আসে।
তবে সেই গ্ল্যামার জগৎ সবসময়ই ছিল কঠিন ও চ্যালেঞ্জে ভরা। সম্প্রতি অভিনেত্রী রেণুকা শহানে এক সাক্ষাৎকারে রাবিনার এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, রাবিনা ছিলেন অশালীন প্রস্তাব থেকে বাঁচতে সবসময় সচেতন।
রেণুকা শহানে বলেন, অভিনয় জীবনের শুরুতে তিনিও প্রযোজকদের কাছ থেকে কুপ্রস্তাব পেয়েছিলেন। একজন বিবাহিত প্রযোজক তাকে প্রস্তাব দেন নিজের সঙ্গে সময় কাটালে “ব্র্যান্ড অ্যাম্বাসাডর” বানানোর। প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিনয়জগতে সুযোগ পাওয়া আরও কঠিন হয়ে পড়ে তার জন্য।
এই অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পান রাবিনার ক্ষেত্রেও। রেণুকা জানান, রাবিনা ট্যান্ডন আউটডোর শুটিংয়ে গিয়ে প্রতিদিন হোটেলের ঘর বদলাতেন—যেন কেউ তার ঘর চিনে না ফেলে। কারণ, অনেক সময় রাতে প্রযোজক বা সহঅভিনেতারা অভিনেত্রীদের রুমে এসে কড়া নেড়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতেন।
নিজেকে রক্ষা করতে ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখতে রাবিনা ট্যান্ডনের এই পদক্ষেপ অনেক তরুণী অভিনেত্রীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। বলিউডে নারী শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রেণুকার এই প্রকাশ্যে আসা বক্তব্যের পর।
