জয়ার মুখে ধর্মেন্দ্রর প্রতি প্রেমের স্বীকারোক্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:০০, ১১ নভেম্বর ২০২৫
বলিউডের ‘হি-ম্যান’ নামে খ্যাত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। এই সময়েই পুরোনো এক স্মৃতি ফের আলোচনায় এসেছে—জয়া বচ্চনের মুখে তার তরুণ বয়সের প্রেমের গল্প।
অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়ের আগেই জয়া ভাদুরী (বর্তমানে জয়া বচ্চন) নাকি ছিলেন ধর্মেন্দ্রর একনিষ্ঠ ভক্ত। ১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘গুড্ডি’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেই সময় থেকেই নায়কের প্রতি গভীর মুগ্ধতা জন্ম নেয় জয়ার মনে।
২০০৭ সালে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছিলেন জয়া বচ্চন ও হেমা মালিনী। সেখানেই জয়া অকপটে বলেছিলেন—“আমি ধর্মেন্দ্রকে প্রথমবার দেখে এতটাই নার্ভাস হয়ে গিয়েছিলাম যে কী বলব বুঝতে পারিনি। তিনি দেখতে ছিলেন যেন একদম গ্রিক দেবতার মতো। আমি ভাবতাম, ‘শোলে’ ছবিতে বাসন্তীর চরিত্রটা আমার করা উচিত ছিল। কারণ আমি ধর্মেন্দ্রকে ভালোবাসতাম।”
জয়ার এই স্বীকারোক্তি শুনে পাশে বসা হেমা মালিনী মিষ্টি হাসি দিয়েই প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রকে যখন এ বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি হেসে বলেন—“জয়ার ভালোবাসা আর শ্রদ্ধা থেকেই ওসব কথা বলেছিল। আমরা বহু বছর ধরে একে অপরকে চিনি। ‘শোলে’ ছবির শুটিংয়ের দিনগুলো আজও ভুলতে পারি না।”
‘গুড্ডি’ ছবির পর এই জুটি অভিনয় করেছেন ‘মিলি’, ‘চুপকে চুপকে’, ‘শোলে’ এবং সর্বশেষ ‘রকি অউর রানিকি প্রেম কাহানি’ ছবিতে।
বর্তমানে ৮৯ বছর বয়সী ধর্মেন্দ্র চিকিৎসাধীন রয়েছেন, আর তার দ্রুত সুস্থতা কামনা করছেন বলিউডের ভক্ত ও সহকর্মীরা।
