রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

বড়পর্দায় ফিরছেন আনুশকা শর্মা— মুক্তি পাচ্ছে ‘চাকদা এক্সপ্রেস’

বিনোদন  ডেস্ক

প্রকাশ: ২১:২৭, ১০ নভেম্বর ২০২৫

বড়পর্দায় ফিরছেন আনুশকা শর্মা— মুক্তি পাচ্ছে ‘চাকদা এক্সপ্রেস’

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও বড়পর্দায় ফিরছেন। তাঁর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘চাকদা এক্সপ্রেস’ (Chakda ’Xpress) এবার মুক্তির চূড়ান্ত আলোচনায়। ভারতীয় নারী ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীর জীবনী অবলম্বনে নির্মিত এই বায়োপিকটির মাধ্যমে নতুন উদ্যমে অভিনয়ে ফিরছেন আনুশকা।

ছবির পটভূমি ও নির্মাণ জটিলতা

২০২২ সালে শুরু হওয়া এই ছবির শুটিং সম্পন্ন হলেও মুক্তি পিছিয়ে যায় একাধিকবার। প্রাথমিকভাবে নেটফ্লিক্সে (Netflix) মুক্তির পরিকল্পনা থাকলেও বাজেট অতিক্রম ও নির্মাণ–ধারণাগত জটিলতার কারণে OTT প্ল্যাটফর্মটি পিছিয়ে যায়। প্রযোজনা সংস্থার অতিরিক্ত ব্যয় এবং কিছু টেকনিক্যাল পরিবর্তন নিয়ে নেটফ্লিক্স কর্তৃপক্ষের আপত্তি থাকায় ছবিটি আটকে যায় প্রায় দুই বছর।

তবে সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের আন্তর্জাতিক সাফল্যের পর, ‘চাকদা এক্সপ্রেস’-এর নির্মাতারা ছবিটি মুক্তির জন্য নতুন করে উদ্যোগ নিয়েছেন। তাঁরা নেটফ্লিক্সের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে মুক্তির অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে— “আমরা চাই ঝুলন গোস্বামীর মতো কিংবদন্তির জীবনগাথা দর্শকদের সামনে তুলে ধরতে। তিনি ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়, তাই এই গল্পের প্রচার হওয়া উচিত।

আনুশকার প্রত্যাবর্তন ও ভক্তদের উচ্ছ্বাস

আনুশকা শর্মাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৮ সালের ‘জিরো’ সিনেমায়। এরপর মাতৃত্ব ও প্রযোজনা ব্যস্ততার কারণে তিনি বড়পর্দা থেকে বিরতি নেন। তাঁর প্রত্যাবর্তনকে ভক্তরা বলিউডে “নারীচরিত্রের পুনর্জন্ম” হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা লিখছেন, “আনুশকা মানেই বাস্তব নারীর শক্তির প্রতীক—ঝুলনের চরিত্রে তাঁকেই মানায়।”

ছবির পরিচালক প্রসীত রায় ও চিত্রনাট্যকার অভিষেক বানার্জীর মতে, ‘চাকদা এক্সপ্রেস’ শুধু একটি খেলাধুলা–ভিত্তিক বায়োপিক নয়, বরং নারী ক্ষমতায়ন, সংগ্রাম ও স্বপ্ন পূরণের কাহিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ছবিটি চলতি মাসেই মুক্তির চূড়ান্ত ঘোষণা আসতে পারে। প্রযোজনা টিম কিছু প্রযুক্তিগত কাজ শেষ করছে, এরপরেই মুক্তির তারিখ জানানো হবে।

সিনেমাটি মুক্তি পেলে এটি হবে ভারতের নারী ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত সবচেয়ে বড় বাজেটের বায়োপিক, যেখানে ঝুলনের চরিত্রে আনুশকার দৃঢ় ও অনুপ্রেরণামূলক উপস্থিতি বলিউডে নতুন উদ্দীপনা আনবে বলে আশা করা হচ্ছে।

‘চাকদা এক্সপ্রেস’ শুধু আনুশকা শর্মার প্রত্যাবর্তন নয়—এটি নারী ক্রিকেটের এক ইতিহাসের পর্দায় পুনরুজ্জীবন। খেলাধুলা, সংগ্রাম ও নারী নেতৃত্বের গল্পে ভরপুর এই ছবিটি বলিউডের বড় একটি মাইলফলক হয়ে উঠতে পারে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু