রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

জহির রায়হান-সুচন্দার সন্তান তপু রায়হান ঢাকায় ভোটযুদ্ধে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০:৪৬, ১০ নভেম্বর ২০২৫

জহির রায়হান-সুচন্দার সন্তান তপু রায়হান ঢাকায় ভোটযুদ্ধে

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ৯ নভেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থ

স্বাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা শহীদ জহির রায়হান ও প্রখ্যাত অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দার সন্তান তপু রায়হান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন।

রবিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা সুচন্দা।

 সুচন্দার আবেগঘন বক্তব্য: ‘বাবার মতোই মানবিক ও দেশপ্রেমিক’

ছেলের সিদ্ধান্তে গর্বিত সুচন্দা বলেন, ‘জয়-পরাজয় থাকবেই, কিন্তু আমার ছেলেটা যেন মানুষের জন্য কাজ করে—এটাই আমার চাওয়া। ওর মধ্যে আমি জহির রায়হানের প্রতিচ্ছবি দেখি।’

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘জহির রায়হান নিখোঁজ হওয়ার পর কত ভয়াবহ সময় গেছে—সন্তানদের নিয়ে গাছের পাতা পর্যন্ত খেয়েছি। তবুও হাল ছাড়িনি। আজ আমার সেই ত্যাগ সার্থক মনে হচ্ছে।’

তপু রায়হান জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঐকমত্যের ইশতেহার’ নিয়ে মাঠে নামবেন। 

তার লক্ষ্য—মানবিক, সহযোগিতামূলক রাজনীতি প্রতিষ্ঠা।

তিনি বলেন, ‘আমি কোনো প্রথাগত রাজনীতি করতে আসিনি। আমার বাবার মতোই মানুষের পাশে দাঁড়াতে চাই। সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়েই মানবকল্যাণ সম্ভব।’

ঢাকা-১৭ আসনে অন্তর্ভুক্ত রয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর ও সেনানিবাসের একাংশ।

সুচন্দা বলেন, ‘এই এলাকার সমস্যা আমি বহু বছর ধরে জানি। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা উন্নয়নে টেকসই উদ্যোগ নিতে চাই। গুলশান-বনানী অঞ্চলের উন্নয়ন মডেল সারাদেশে প্রয়োগ করা যেতে পারে।’

চলচ্চিত্রে যেমন নিপীড়িত মানুষের কথা বলেছিলেন জহির রায়হান, তেমনি তাঁর ছেলে তপু রায়হানও সেই ঐতিহ্য ধরে রাখতে চান।

সুচন্দা বলেন, ‘জহির রাজনীতি করতেন না, কিন্তু রাজনীতিকে ভালোবাসতেন। তার প্রতিটি ছবিতে মানুষের কথা থাকত। আজ তার ছেলেও সেই আদর্শ নিয়ে পথে নামছে।’
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু