‘রঙ্গনা’ অসমাপ্ত থেকেও ইউটিউবে আলোচনায় শাবনূর ফিরলেই শুটিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:৪৫, ১০ নভেম্বর ২০২৫
‘রঙ্গনা’ অসমাপ্ত; শাবনূর দেশে ফিরলেই ‘রঙ্গনা’র নতুন শুটিং / ফাইল ছবি
জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অভিনীত নতুন সিনেমা ‘রঙ্গনা’ বড় আয়োজনে শুরু হলেও শেষ হয়নি। অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার কারণে ছবির কাজ অসমাপ্ত থেকে যায়। তবে দর্শকদের প্রত্যাশার কথা ভেবে প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ সিদ্ধান্ত নিয়েছে, এখন পর্যন্ত ধারণ করা অংশগুলোই ধাপে ধাপে ইউটিউবে প্রকাশ করা হবে।
পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ইতিমধ্যে সিনেমাটির বেশিরভাগ দৃশ্যের শুটিং শেষ হয়েছিল। পরিচালনায় ছিলেন আরাফাত হোসেন, প্রযোজক মৌসুমী মিথিলা।
সম্প্রতি প্রায় ২০ মিনিট দৈর্ঘ্যের একটি পর্ব ইউটিউবে প্রকাশিত হয়েছে। এতে শাবনূরের অভিনয়ের ঝলকই এখন আলোচনায়।
প্রযোজক মিথিলা জানান, “শাবনূর আপু দেশে ফিরলেই আমরা আবার নতুন করে শুটিং শুরু করব। তখন গল্পেও কিছু পরিবর্তন আসবে। আগের দৃশ্যগুলো আর ব্যবহার করা সম্ভব হবে না, কারণ সময়ের ব্যবধান ও লুকে অমিল তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “ভাবলাম দর্শককে বঞ্চিত করার কী দরকার! যেটুকু কাজ হয়েছে, অন্তত সেটুকুই সবাই দেখুক।”
প্রকাশের পরপরই ইউটিউবে ‘রঙ্গনা’র প্রথম পর্ব বেশ সাড়া ফেলেছে। মন্তব্য বিভাগে অনেকেই লিখেছেন— “শাবনূরকে আবার পর্দায় দেখতে চাই।”
অন্যদিকে, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শাবনূর দেশে ফিরলেই ‘রঙ্গনা’র নতুন শুটিং ও গল্পের নতুন সূচনা করা হবে।
