সানি সঙ্করি কি তুলশি কুমারী বক্স অফিসে ধাক্কা:
সপ্তম দিনে আয় মাত্র ২.২৫ কোটি
মোট আয় ৩৮.৭৫ কোটি রুপিতে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:১৯, ৯ অক্টোবর ২০২৫
বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত ‘সানি সঙ্করি কি তুলশি কুমারী’ মুক্তির প্রথম সপ্তাহেই গতি হারিয়েছে। গত বুধবার (৯ অক্টোবর) ছবিটি আয় করেছে মাত্র ২.২৫ কোটি রুপি, ফলে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮.৭৫ কোটি রুপিতে।
শশাঙ্ক খৈতান পরিচালিত এই রোমান্টিক কমেডিটি ২ অক্টোবর মুক্তি পায় এবং একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় কানতারা চ্যাপ্টার ১ -এর মতো শক্তিশালী ছবির সঙ্গে। প্রথম দিনেই ‘সানি সঙ্করি কি তুলশি কুমারী’ আয় করেছিল ৯.২৫ কোটি রুপি, কিন্তু সপ্তাহ শেষে আয় কমতে থাকে—শনিবার ও রবিবারের মিলিত আয় প্রায় ৭.৫ কোটি রুপি হলেও সোমবার থেকেই পতন শুরু হয়, যা বুধবার আরও তীব্র হয়।
বিখ্যাত বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ তার সর্বশেষ পোস্টে লিখেছেন,
“#SunnySanskariKiTulsiKumari (#SSKTK) টিকিট ছাড় সুবিধা থাকা সত্ত্বেও খুব একটা সুবিধা নিতে পারেনি। তবে দীপাবলি পর্যন্ত বড় কোনো রিলিজ না থাকায় ছবিটি এখনো মাল্টিপ্লেক্স এলাকাগুলোতে কিছুটা স্থিতি পেতে পারে।”
সানি সঙ্করি কি তুলশি কুমারী একটি রোমান্টিক কমেডি, যেখানে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর ছাড়াও রয়েছেন রোহিত সরাফ ও সান্যা মালহোত্রা। গল্পটি অনেকটাই বরুণের আগের হিট সিনেমা বড়িনাথ কি দুলহানিয়া এবং হাম্পটি শর্মা কি দুলহানিয়া -এর ঢঙে তৈরি।
এনডিটিভি’র রিভিউ
সমালোচক সইবাল চট্টোপাধ্যায় তার পর্যালোচনায় লিখেছেন,“ছবির নামই শেষ পরিণতি ইঙ্গিত করে। গল্পে প্রেমের ঘোরপ্যাঁচ থাকলেও এটি আরও বিনোদনমূলক হতে পারত যদি কিছু অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া যেত।”
তিনি বিশেষভাবে জাহ্নবী কাপুরের প্রশংসা করে বলেন,“জাহ্নবী তার স্বতঃস্ফূর্ত অভিনয়ে ছবিতে প্রাণ এনেছেন। তার চরিত্রে এক অনিশ্চিত অথচ আকর্ষণীয় মেয়ের উপস্থিতি ছবিটিকে টেনে রেখেছে।”
