অরবাজ-শুরার কন্যা জন্মের পর
‘বিগ ব্রাদার বুটক্যাম্প’-এ অরহান খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:২৪, ৭ অক্টোবর ২০২৫
বলিউড অভিনেতা ও প্রযোজক অরবাজ খানের পুত্র অরহান খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার ভাইবোন ও কাজিনদের সঙ্গে কাটানো আনন্দময় কিছু মুহূর্ত। অরবাজ ও তাঁর দ্বিতীয় স্ত্রী শুরা খানের কন্যা জন্মের দুই দিন পরই অরহান নিজের ইনস্টাগ্রামে পরিবারের ছোটদের নিয়ে খুশির এই ছবিগুলো পোস্ট করেন।
২২ বছর বয়সী অরহান যে ছবিগুলো শেয়ার করেছেন, সেখানে দেখা যায়—তিনি বোন আয়াতকে কাঁধে তুলে নিয়েছেন, আবার কখনও ছোট ভাই ইয়োহানের সঙ্গে খেলছেন। আয়াত ও আহিল অরবাজের বোন অরপিতা খানের সন্তান, আর ইয়োহান সোহেল খানের ছেলে। এক ভিডিওতে দেখা যায়, অরহান ও আয়াত মিলে বাস্কেটবল খেলছেন। অপর এক দৃশ্যে ইয়োহানের হাতে খেলনা বন্দুক, আর পাশে দুষ্টুমি ভরা হাসি নিয়ে দাঁড়িয়ে অরহান।
আরেকটি ছবিতে দেখা যায়, আয়াত ঘোড়ায় চড়ছে, পাশে অরহান তাকে সুরক্ষা দিচ্ছেন যেন প্রকৃত এক বড় ভাই। পোস্টগুলোর ক্যাপশনে অরহান লিখেছেন, “বিগ ব্রাদার বুটক্যাম্প”—যেখানে তিনি পরিবারের ছোটদের সঙ্গে সময় কাটানোর আনন্দ প্রকাশ করেছেন।
এ ছাড়া অরহান তার বাবা-মা অরবাজ ও শুরা খানের বেবি শাওয়ারের একটি পোস্টকার্ডও শেয়ার করেছেন। উল্লেখ্য, অরবাজ ও শুরা ২০২৩ সালের শেষে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৫ সালের ৫ অক্টোবর তাঁদের কন্যাসন্তান জন্ম নেয়।
অরহানের এই পারিবারিক মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা প্রশংসা করেছেন খান পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ও অরহানের ‘বড় ভাইয়ের দায়িত্বশীল’ দিকটি।
