হিজাবে দীপিকা, শেখ সাজে রণবীর
দুবাইয়ে ঘুরে আলোচনায় বলিউড দম্পতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:২২, ৭ অক্টোবর ২০২৫
দুবাই সফরে বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং আবারও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছেন। সম্প্রতি তাদের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দীপিকাকে দেখা গেছে হিজাব পরা অবস্থায় আর রণবীরকে দেখা গেছে শেখদের ঐতিহ্যবাহী পোশাকে।
তাদের এই নতুন রূপ দেখে নেটিজেনরা মুগ্ধ। কেউ লিখেছেন, “মাশাআল্লাহ, হিজাবে দীপিকা দারুণ লাগছে,” আবার কেউ বলেছেন, “এ যেন বলিউডের সবচেয়ে পরিশীলিত ফটোসেশন।” তবে অনেকেই প্রশ্ন তুলেছেন— দুবাইয়ে গিয়ে এমন পোশাক কেন? কেউ কেউ তো ভাবছেন, হয়তো দম্পতি সেখানে নতুন বাড়িও কিনেছেন।
কিন্তু সূত্র জানাচ্ছে, আসলে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। দীপিকা ও রণবীর সম্প্রতি আবু ধাবি পর্যটন বিভাগের একটি প্রচারণা ভিডিও বা বিজ্ঞাপনের শুটিং করছেন। সেই প্রকল্পের অংশ হিসেবেই দুবাই ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঘুরছেন তারা। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে দীপিকা নিজেই হিজাব পরেছেন বলে জানা গেছে।
এটিই তাদের প্রথম বড় শুটিং যেখানে মেয়ে দুয়াকে জন্ম দেওয়ার পর দুজনকে একসঙ্গে ক্যামেরার সামনে দেখা গেল। দীপিকা বর্তমানে শাহরুখ খানের বিপরীতে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কিং’-এর প্রস্তুতিতে আছেন। এই ছবিতে থাকছেন শাহরুখ কন্যা সুহানা খান, অভিষেক বচ্চনসহ আরও অনেকে। অন্যদিকে, রণবীর সিং শিগগিরই দেখা দেবেন আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতে।
এছাড়া দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন অ্যাকশন ফিল্মেও দীপিকার উপস্থিতি নিশ্চিত হয়েছে, যার অস্থায়ী নাম ‘AA22xA6’।
দুবাইয়ের মরুভূমি, স্কাইস্ক্র্যাপার আর ইসলামি পোশাকে দীপিকার এই হিজাবি রূপ যেন বলিউডের গ্ল্যামার জগতে এক নতুন সাংস্কৃতিক মাত্রা যোগ করল।
