রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

সঞ্জয়-মাধুরী সম্পর্ক ভাঙার ‘সিক্রেট’ ফাঁস

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯:৫৬, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৪২, ৭ অক্টোবর ২০২৫

সঞ্জয়-মাধুরী সম্পর্ক ভাঙার ‘সিক্রেট’ ফাঁস

বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের প্রেম ছিল টিনসেল টাউনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। ‘সাজন’ ছবির শুটিং থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। একসঙ্গে একাধিক হিট ছবিতে কাজ করার সুবাদে তাদের ঘনিষ্ঠতাও বাড়তে থাকে। কিন্তু ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলায় সঞ্জয় দত্তের নাম জড়িয়ে পড়ার পরই নাকি পুরো গল্পের মোড় ঘুরে যায়।

চলচ্চিত্র সাংবাদিক ও লেখক হানিফ জাভেরির এক সাক্ষাৎকার অনুযায়ী, সঞ্জয় গ্রেপ্তার হওয়ার পর থেকেই মাধুরী ধীরে ধীরে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। সে সময় তাদের একটি ছবির কাজও বন্ধ হয়ে যায়। জামিনে মুক্তি পাওয়ার পর প্রযোজক এক অনুষ্ঠানে তাদের একসঙ্গে আনতে চাইলেও মাধুরী স্পষ্টভাবেই এড়িয়ে যান।

জাভেরি বলেন, “সঞ্জয় দত্ত জেলে থাকার সময় ইউনিটের অনেকেই তার মুক্তির দাবিতে মুখ খুলেছিলেন। কিন্তু মাধুরী একেবারেই চুপ থেকেছিলেন, প্রতিবাদে অংশ নেননি।”

তিনি জানান, পরে একটি ছবির পার্টিতে মঞ্চে উপস্থিত ছিলেন সঞ্জয়, কিন্তু মাধুরী সভাস্থলে প্রবেশ করেও তার দিকে না গিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ফটোগ্রাফাররা তখন অপেক্ষা করছিলেন দুজনের একসঙ্গে প্রথম ছবির জন্য—যা আর সম্ভব হয়নি।

জাভেরির ব্যাখ্যায়, মাধুরীর এই আচরণের পেছনে ছিল এক ধরনের আত্মরক্ষার প্রবণতা। তিনি বুঝেছিলেন, সঞ্জয়ের মামলার জটিলতায় নিজেকে জড়ানো তার কেরিয়ারের জন্য বিপজ্জনক হতে পারে। এমনকি তাকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হতে পারত। তাই নিজের সুনাম ও ভবিষ্যৎ রক্ষার জন্যই মাধুরী সেই সম্পর্ক থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ান।

সঞ্জয়-মাধুরীর এই বিচ্ছেদ বলিউডে এক যুগের সমাপ্তি ঘটায়। পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তে মাধুরী দেখিয়েছিলেন কতটা বাস্তববাদী তিনি। ভালোবাসার চেয়ে নিরাপত্তা ও পেশাগত মর্যাদাকে প্রাধান্য দেওয়া—এই ঘটনাই হয়ে ওঠে বলিউড ইতিহাসের এক বিতর্কিত কিন্তু প্রভাবশালী অধ্যায়।

সূত্র: আজকাল

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু