রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

আইডিয়ালে ১০ শিক্ষার্থীকে ভর্তির নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৫৪, ৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০১:০৪, ৪ ডিসেম্বর ২০২৫

আইডিয়ালে ১০ শিক্ষার্থীকে ভর্তির নির্দেশ হাইকোর্টের

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ছবি: সংগৃহীত

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন শ্রেণিতে ১০ শিক্ষার্থীকে ভর্তি করানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই ১০ শিক্ষার্থীর সহোদর বা সহোদরা বর্তমানে প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত।

নীতিমালা অনুযায়ী, কোনো বিদ্যালয়ে এক বা একাধিক সহোদর অধ্যয়নরত থাকলে অন্য সহোদরকেও সেখানে ভর্তি নিতে হবে।

বুধবার (৩ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই নির্দেশ দেয় এবং কেন তাদের ভর্তির আবেদন নিষ্পত্তি না করা আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না—তা জানতে রুল জারি করে।

রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা নাসরিন। সঙ্গে ছিলেন আইনজীবী আনিচুর রহমান ও হালিমা রুনা।

আইনজীবী আনিচুর রহমান জানান, ১০ জন শিক্ষার্থীর অভিভাবক রিট আবেদন করেছেন। তাদের প্রত্যেকের একজন করে সন্তান আগে থেকেই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়ছেন। আরেক সন্তানকে ভর্তি করাতে অধ্যক্ষ বরাবর আবেদন করলেও কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

গত ১৬ নভেম্বর প্রতিষ্ঠানটি নতুন ভর্তির বিজ্ঞপ্তি দেয়। ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়। রিট আবেদনকারীরা নিয়ম মেনে আবেদন করলেও বিদ্যালয় কর্তৃপক্ষ নীরব থাকে।

রিটে বলা হয়, ২০২৪ সালের ২৮ নভেম্বর ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৪’ জারি করে সরকার। সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—একই প্রতিষ্ঠানে একজন সহোদর অধ্যয়নরত থাকলে অন্য সহোদরকে ভর্তি নিতে হবে।

এই নীতিমালা লঙ্ঘন করে ভর্তির আবেদন অগ্রাহ্য করায় আদালতে রিট করা হয়।

রিটটি করেন আবেদনকারী অভিভাবকদের একজন মো. ওবায়দুল্লাহ।

হাইকোর্ট বলেছে— নীতিমালা অনুযায়ী ১০ শিক্ষার্থীর ভর্তির আবেদন নিষ্পত্তি করতে হবে। তাদের ভর্তি প্রত্যাখ্যান বা সিদ্ধান্তহীন রাখা কেন বেআইনি হবে না, সে বিষয়ে কারণ ব্যাখ্যা করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

আদালতের এই আদেশের পর অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার