১,১৭২ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত, কোন জেলায় বেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৮, ৩ ডিসেম্বর ২০২৫
জাল সনদধারীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হবে। গ্রাফিক্স: সমাজকাল
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে এক হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত করেছে।
সবচেয়ে বেশি জাল সনদধারী শিক্ষক পাওয়া গেছে রাজশাহী বিভাগের জেলাগুলোতে, যেখানে ৭৭৯ জনের সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রথম ধাপে ডিআইএ ৪০০ শিক্ষকের একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। রিপোর্টে উল্লেখ আছে, এই ৪০০ শিক্ষকের মধ্যে প্রায় ৩০০ জনের সনদ “অগ্রহণযোগ্য” হিসেবে চিহ্নিত হয়েছে।
ডিআইএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাত হওয়া ৭৯৩ একর জমি উদ্ধার, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের কারণে প্রায় ২৫৩ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে।
অঞ্চলভিত্তিক বিবরণ অনুযায়ী, রাজশাহী বিভাগে ৭৭৯ জন, খুলনা বিভাগে ১৭৯ জন, ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ১২০ জন জাল সনদধারী শনাক্ত হয়েছে।
ডিআইএ জানিয়েছে, এনটিআরসিএর শিক্ষক নিবন্ধন সনদ, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রয়েল, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার প্রশিক্ষণ সনদ জাল করা হয়েছে।
ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানান, জাল সনদধারীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হবে।
