পবিত্র কুরআন অবমাননার ঘটনায় অপূর্ব পাল স্থায়ীভাবে বহিষ্কৃত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫১, ৫ অক্টোবর ২০২৫
পবিত্র কুরআন অবমাননার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক সৈয়দ মানসুর হাশিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটির আইনি তদন্ত ও শাস্তির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করবে। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত ছাত্র অপূর্ব পালকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শনিবার (৪ অক্টোবর) অপূর্ব পালকে ক্যাম্পাসে পবিত্র কুরআন অবমাননারত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পান। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দেন এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখেন, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশংসার সঙ্গে উল্লেখ করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো আচরণ বা কর্মকাণ্ডের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য কাজে উৎসাহ না পায়।
