লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা, আটক ৩
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৬:২৫, ৭ ডিসেম্বর ২০২৫
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি: সমাজকাল
নড়াইলের লোহাগড়ায় ১৩ বছরের কিশোর তাজিম মোল্যাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
নিহত তাজিম উপজেলার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে। আটককৃত ইনজামুল শেখ (১৪), ইব্রাহিম শেখ (১৬) ও শিপন শেখও (১৮) একই গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবারের সদস্যরা জানান, তাজিম শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রামের মধ্যে কেরাম খেলছিল। রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরে না অসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন তারা।
রবিবার (৭ ডিসেম্বর) ভোরে গ্রামের দক্ষিণপাড়ার মো. হাবিবার মৃধার বাড়ির পুকুরের দক্ষিণপাড়ের ঢালে তাজিমের মরদেহ পড়ে থাকতে দেখেন এক প্রতিবেশী নারী। তিনি সাথে সাথে বিষয়টি পরিবারকে জানান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাজিমকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
