হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪:০২, ৭ ডিসেম্বর ২০২৫
সড়ক দুর্ঘটনায় নিহত এমরান চৌধুরী। ছবি: সমাজকাল
ট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন। নিহত এমরান চৌধুরী মির্জাপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাংয়ের পুত্র।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফ নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে এমরান চৌধুরী ও একই বাড়ির মুছার পুত্র আরিফ দোকান থেকে চা খেয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চারিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছনে আসা বেপরোয়া গতির একটি কাঠ বোঝাই করা চাঁদের গাড়ি (চট্টগ্রাম-খ ২৯৪৪) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দু’জনই ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে চাঁদের গাড়ির নিচে চাপা পড়ে যায়। এ সময় স্থানীয়রা আহত এমরানকে উদ্ধার করে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত আরিফকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সেখান থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে গুরুতর আহত আরিফ চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন।
