চট্টগ্রামে প্রার্থী পরিবর্তনের দাবিতে
বিএনপির একাংশের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
সাতকানিয়া প্রতিনিধি
প্রকাশ: ০১:১৬, ৭ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের গাছের গুঁড়ি ফেলে আগুন লাগিয়ে মহাসড়কে অবরোধ। ছবি: সমাজকাল
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি নাজমুল মোস্তফা আমিনকে দলীয় মনোনয়ন দিয়েছে। এর বিরোধিতা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যানের সমর্থকরা শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন।
এসময় সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকায় গাছের গুঁড়ি ফেলে আগুন লাগিয়ে মহাসড়কে অবরোধ করে।
অবরোধকারীরা নাজমুল মোস্তফা আমিনের মনোনয়ন বাতিলের দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় বাসের যাত্রী ও জনসাধারণকে।
আধ ঘণ্টা পর পুলিশ এলে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে যায়। পরে পুলিশ মহাসড়ক থেকে গাছের গুড়িগুলো সরিয়ে ফেললে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা যুবদল কর্মী দেলোয়ার হোসেন ও মো.আরিফ জানান, মুজিবুর রহমান বিএনপির একজন পরীক্ষিত লোক। তিনি দলের দু:সময়ে রাজপথে থেকে ভূমিকা পালন করছেন। আর নাজমুল মোস্তফা আমিনকে এলাকায় তেমন কেউ চিনে না। তাই তারা চাইছে আমিনের মনোনয়ন বাতিল করে মুজিবুর রহমানকে মনোনয়ন দেওয়া হোক।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, বিএনপির লোকেরা মহাসড়ক অবরোধ করেছে শুনে আমরা (পুলিশ) গিয়ে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আধ ঘণ্টার মত অবরোধ ছিল। তবে কোন যান-মালের ক্ষতি হয়নি।
এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির দেওয়া দ্বিতীয় দফার মনোনয়ন তালিকায় নাজমুল মোস্তফা আমিনের নাম ঘোষণা করা হয়।
সেই দিনও এর প্রতিবাদে মুজিবুর রহমান চেয়ারম্যানের সমর্থকরা মহাসড়কের ঠাকুরদিঘীর পাড় নামক এলাকায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে।
