বিএনপির নির্বাচনী ইশতেহার মানুষের মুক্তির সনদ: সালাহউদ্দিন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩:০৭, ৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০০:১২, ৭ ডিসেম্বর ২০২৫
চকরিয়ায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় সালাহউদ্দিন আহমেদ। ছবি: সমাজকাল
এবারের নির্বাচনে বিএনপির ইশতেহার এদেশের মানুষের মুক্তির সনদ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে দীর্ঘ ১৭ বছর একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। সাধারণ মানুষের অধিকার হরণ করে রেখেছিলে। কিন্তু দেশের ছাত্র-জনতা সেটা করতে দেয়নি। শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাসী ছিল না ‘
শনিবার (৬ ডিসেম্বর) চকরিয়ায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা চলাকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা।’
চকরিয়া-পেকুয়ায় ভরপুর উন্নয়ন হবে বলেও ঘোষণা দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত সুষ্ঠু ও ঐতিহাসিক একটি নির্বাচন। জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না এবার তা ফিরে এসেছে।’
সালাহউদ্দিন আরও বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তার জন্য দোয়া করবেন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন।’ আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করারও আহ্বান জানান তিনি।
এদিন সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার লক্ষ্যারচর, কাকারা ও ফাঁসিয়াখালী, কৈয়ারবিল, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। রবিবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।
